টি- টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের একাদশে দুটি পরিবর্তন চান গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 শুক্রবার, 29 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ভারত। সেই ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ ছিল বিরাট কোহলির দল। তাই ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে একাধিক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার। তাঁর মতে, হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ইশান কিষান এবং ভুবনেশ্বরের জায়গায় শার্দুল ঠাকুরকে খেলানো উচিত।

বেশ কয়েক মাস ধরেই কাধের ইনজুরিতে ভুগছেন হার্দিক। এই কারণে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বল করতে দেখা যায়নি তাঁকে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও তিনি খেলেছেন একজন ব্যাটার হিসেবে।

ইনজুরিতে পড়ে বল করতে না পারলেও আইপিএলের আরব আমিরাত পর্বে প্রায় সবগুলো ম্যাচেই একাদশে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। সেখানে ব্যাট হাতে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। তাই পুরোপুরো ফিট না হওয়া পর্যন্ত তাঁকে খেলানোর পক্ষে নন গাভাস্কার।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘কাঁধের ইনজুরি নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেছে পান্ডিয়া। সে যদি বোলিং না করে তাহলে আমি মনে করি ইশান কিষানকে খেলানো উচিত। সে দারুণ ফর্মে আছে।’

ভারতের প্রতিভাবান পেসারদের অন্যতম একজন ভুবনশ্বর। কিন্তু সম্প্রতি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই ডানহাতি পেসার। সর্বশেষ আইপিএলে বাজে সময় পার করলেও তাঁর অভিজ্ঞতায় আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তার পারফরম্যান্স হতাশ করেছে গাভাস্কারকে। তাই ভুবনেশ্বরের পরিবর্তে শার্দুলকে একাদশে চাইছেন তিনি।

গাভাস্কার বলেন, ‘ভুবনেশ্বরের জায়গায় আপনি শার্দুল ঠাকুরকে খেলাতে পারেন। আবার আপনি যদি অনেক বেশি পরিবর্তন করেন তাহলে প্রতিপক্ষ ভাববে আপনি চাপে আছেন।’