টি- টোয়েন্টি বিশ্বকাপ

তুমুল সমালোচনায়ও আত্মবিশ্বাস হারাননি ওয়ার্নার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:49 শুক্রবার, 29 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরে ব্যাট হাতে নিজের চেনাচরিত ফর্মে ছিলেন না ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার খোলস ভাঙতে না পারায় চারিদিক থেকে সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে ৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে চেনা রূপে ফিরেছেন তিনি। ফর্মে ফেরা ওয়ার্নার জানালেন, এতো এতো সমালোচনায় আত্মবিশ্বাসে একটুও চিড় ধরেনি তাঁর।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্নারের খেলা ইনিংসে ছিল দশটি চারের মার। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় এই ইনিংসের মাধ্যমে দলকে সাত উইকেটে জয় পাইয়ে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, 'সমালোচনার জবাব দিয়েছি কিনা? অবশ্যই না। এটা খেলাধুলার জগত। আপনি যেমন ফর্মের তুঙ্গে থাকবেন, তেমন অফফর্মেও থাকবেন। আপনার আত্মবিশ্বাস থাকা জরুরি। হাসতে থাকুন। হাসি যেন চলে না যায়।'

তিনি আরও বলেন, 'আজ আমাকে সতেজ ভাবেই শুরু করতে হতো। সবাই আমার ফর্ম নিয়ে কথা বলেছে। এটা নিয়ে অবশ্য আমি উদ্বিগ্ন ছিলাম না। শুধু মাঠে নেমে ভালো শুরু পাওয়া দরকার ছিল। এটাই আমরা চেষ্টা করেছি। মাঠে নেমে বোলারদের চাপে ফেলেছি।'

কিছুদিন আগে আইপিএলে দ্বিতীয় পর্বে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই ম্যাচে সুযোগ পেয়ে যথাক্রমে ০ ও ২ রান করেছিলেন ওয়ার্নার। রান না পাওয়ায় হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়েন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার হয়ে দুটি প্রস্তুতি ম্যাচেও জ্বলে উঠতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ০ ও ভারতের বিপক্ষে করেছিলেন ১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-ওয়ানের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় শরীরী ভাষায় রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার। যদিও শেষ পর্যন্ত ১৫ বলে ৩টি চারে ১৪ রান করে আউট হয়েছিলেন তিনি।