টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ার্নারের ছন্দে ফেরার দিনে শ্রীলঙ্কার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:39 বৃহস্পতিবার, 28 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, সব জায়গাতেই ব্যাট হাতে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছিলেন অনুশীলনে  ব্যাটে-বলে হচ্ছে এবং ছন্দে ফিরতে মরিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলে ব্যর্থতার গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার সঙ্গে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন ওয়ার্নার। বিশ্বকাপের প্রথম রাউন্ড ও মূল পর্ব মিলে চার ম্যাচ খেলে অপরাজেয় ছিল লঙ্কানরা। তবে অজিদের বিপক্ষে হারে সেই জয়রথ থেমেছে দাসুন শানাকার দলের।

লম্বা সময় ধরেই ব্যাট হাতে নিজেদের সেরা ছন্দে ছিলেন না ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। যা অস্ট্রেলিয়াকেও ব্যাপকভাবে ভোগাচ্ছিল। তবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দেন তারা দুজন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ওয়ার্নার এদিন শুরু থেকেই লঙ্কানদের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাটিং করতে থাকেন। 

বাঁহাতি এই ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন অধিনায়ক ফিঞ্চ। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৭০ রান। যেখানে পাওয়ার প্লের ৬ ওভারে কোন উইকেট না হারিয়েই করেছেন ৬৩ রান। পাওয়ার প্লে   শেষ হওয়ার পরের ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফিঞ্চ। নিজেকে খানিকটা ফিরে পাওয়ার দিনে পাঁচটি চার ও দুটি ছক্কায় ২৩ বলে ৩৭ রান করেন ডানহাতি এই ওপেনার।

দারুণ ফর্মে থাকলেও এদিন থিতু হতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ৬ বলে মাত্র রান করে হাসারাঙ্গার বলে আভিস্কা ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে হাঁটেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। চারে নেমে ওয়ার্নারকে দারুণভাবে সঙ্গ দেন স্টিভেন স্মিথ। এর মাঝে ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। 

তৃতীয় উইকেট জুটিতে স্মিথের সঙ্গে ৫০ রান করার পর প্যাভিলিয়নের পথে হাঁটেন বাঁহাতি এই ব্যাটার। শানাকার বলে ভানুকা রাজাপাকশেকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪২ বলে ৬৫ রান ওয়ার্নার। এরপর মার্কাস স্টইনিসকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার ৭ উইকেটের জয় নিশ্চিত করেন স্মিথ। ডানহাতি এই ব্যাটার ২৮ এবং তাকে সঙ্গ দেয়া স্টইনিস অপরাজিত ছিলেন ১৬ রানে। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ রান এসেছে চারিথ আসালঙ্কা ও কুশল পেরেরার ব্যাট থেকে। এ ছাড়া রাজাপাকশে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা- ১৫৪/৬ (ওভার ২০) ( পেরেরা ৩৫, আসালঙ্কা ৩৫, রাজাপাকশে ৩৩*; জাম্পা ২/১২, স্টার্ক ২/২৭)

অস্ট্রেলিয়া- ১৫৫/৩ (ওভার ১৭) (ওয়ার্নার ৬৫, ফিঞ্চ ৩৭, স্মিথ ২৮*, স্টইনিস ১৬*; হাসারাঙ্গা ২/২২)