টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান পুরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:41 বৃহস্পতিবার, 28 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে হারায় খানিকটা খাদের কিনারায় দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের প্রতিপক্ষ বাংলাদেশ। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দলের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান নিকোলাস পুরান।

বিপিএলের ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটার। যেখানে তাঁর সতীর্থ হিসেবে ছিলেন বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা আফিফ হোসেন ধ্রুব এবং লিটন দাস। 

সেই মৌসুমে ব্যাট হাতে দারুণ সময় পার করেছিলেন পুরান। ১১ ম্যাচে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেছিলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে তাঁর বেশি রান করেছিলেন কেবল তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও রাইলি রুশো। সেই আসরের অভিজ্ঞতা বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কাজে লাগাতে চান ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা (বিপিএল) আমাদের অনেক সহায়তা করবে। আমি বাংলাদেশে কিছুটা সময় কাটিয়েছি। শুধু আমি নই অন্যরাও সেখানে খেলেছে। বাংলাদেশ দলে আমার ভালো বন্ধু রয়েছে। আমরা ভালো বন্ধুত্ব করি।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের বুঝতে পারি এবং শিখতে পারি, বিশেষ করে ভিন্ন ধরনের কন্ডিশনে। আমরা আসলে জানি তারা কি করতে পারে। আমি মনে করি কিছুটা চেনা-জানা থাকায় ব্যাটার এবং বোলারদের অনেক সাহায্য করবে।’

বিশ্বকাপের এবারের আসরের শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অল আউট হয়ে হারার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গেও পয়েন্ট খুইয়েছে কাইরন পোলার্ডের দল। একই পরিস্থিতি বাংলাদেশের। শ্রীলঙ্কার পর ইংলিশদের বিপক্ষেও হারতে হয়েছে তাদের।  এদিকে বাংলাদেশের বিপক্ষে দিয়ে জয়ে ফিরতে চান পুরান।

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটার বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশ দুটি ম্যাচ হেরে যাওয়ার পর তাদেরও আমাদের মতো অবস্থা। সুতরাং আমি মনে করি এটি আমাদের জন্য ভালো একটি চ্যালেঞ্জ হতে চলেছে। শারজাহতে খেলতে হবে এবং আমাদের জয় পেতে হবে। আমি জানি বাংলাদেশের অনেক স্পিনার রয়েছে। এটি অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে। আমরা আসলেই খুব করে এটা (জয়) চাই।’