আইপিএল

নিলামের বাইরে ৩ ক্রিকেটার নিতে পারবে আহমেদাবাদ-লক্ষ্ণৌ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:38 বৃহস্পতিবার, 28 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে যুক্ত হয়েছে নতুন দুটি দল। টুর্নামেন্ট শুরুর আগে মেগা নিলাম হওয়ায় পুরাতন দলগুলো চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে নতুন দল দুটি নিলামের বাইরে নিজেদের ইচ্ছে মতো তিনজন করে ক্রিকেটার নেয়ার সুযোগ পাবে। 

২০২২ সালে মাঠে গড়াবে আইপিএলের পরবর্তী আসর। যেখানে ৮ দলের পরিবর্তে দেখা যাবে ১০ দলকে। এর আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এখানে প্রত্যেক দল চার জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। যেখানে ভারতের সর্বোচ্চ তিনজন এবং বিদেশি সর্বোচ্চ দুইজন ক্রিকেটার রাখতে পারবে দলগুলো।

আর নতুন দল দুটির ক্ষেত্রে নিলামের বাইরে পছন্দ মতো তিন জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে। যেখানে দুইজন ভারতের ও একজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের বাইরে থেকে কিভাবে ক্রিকেটার নেবে সে সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি আইপিএল কতৃপক্ষ।

২০২২ আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটার কিনতে সর্বোচ্চ ৯০ কোটি রুপি খরচ করতে পারবে দলগুলো। ক্রিকেটারদের সঙ্গে দলগুলোর চুক্তি হবে মোট দুই বছরের।

কোনো দল সর্বোচ্চ চার জন ক্রিকেটার ধরে রাখতে চাইলে ৯০ কোটির মধ্যে ৪০-৪৫ শতাংশ খরচ করতে পারবে। আর কোনো ক্রিকেটার ধরে না রাখতে চাইলে সেক্ষেত্রে বেধে দেয়া নির্দিষ্ট পরিমাণ অর্থের মধ্যে থেকে ৩৬-৪০ শতাংশ খরচ করতে পারবে।

আইপিএলে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে আরপি সঞ্জীব গোনেকা গ্রুপ এবং সিভিসি ক্যাপিটাল।