টি টেন লিগ

টি-টেন থেকেও ছিটকে গেলেন সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:35 বৃহস্পতিবার, 28 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পুরোনো পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপের পর টি-টেন লিগ থেকেও ছিটকে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর দল বাংলা টাইগার্স।

টি-টেন লিগের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে সাইফউদ্দিনকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাতে প্রথমবারের মতো ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের দল পেয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তাঁর। 

মূলত ইনজুরির কারণে টি-টেনে খেলা হচ্ছে না তাঁর। এদিকে টি-টেনের এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর। পঞ্চম আসরের পর্দা নামবে ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে। 

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন সাইফউদ্দিন। যেখানে ৪ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন। বাছাই পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ২১ রানে ২ উইকেট নিয়েছিলেন। যা এবারের আসরে তাঁর সেরা বোলিং ফিগার।

এ ছাড়া ব্যাট হাতেও সেদিন অপরাজিত ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫ রানে অপরাজিত ছিলেন। প্রথম তিন ম্যাচে ভালোা বোলিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন সাইফউদ্দিন। লঙ্কানদের বিপক্ষে ১ উইকেট নিলেও ৩৮ রান দিয়েছিলেন।

বাংলা টাইগার্স দল: ফাফ ডু প্লেসি (আইকন), শহীদ আফ্রিদি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ আমির, বেনি হাওয়েল, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ইসুরু উদানা, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জেমস ফকনার, অ্যাডাম লিথ, উইল জ্যাকস, উইল স্মেড, হাসান খালিদ ও সাবির রাও।