Connect with us

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

ক্ষমা চাইলেন ডি কক


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কৃষ্ণাঙ্গদের প্রতি সহমর্মিতা জ্ঞাপনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন কুইন্টন ডি কক। সিনিয়র ক্রিকেটার হয়েও ডি ককের এমন আচরণে হতবাক হয়েছিলেন অনেকে। বিষয়টি নিয়ে ডি ককের সমালোচনার মেতেছিলেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। বিতর্কের মুখে অবশেষে সুর নরম করে ক্ষমা চাইলেন ডি কক।

পৃথিবীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃষ্ণাঙ্গদের সমর্থন জানাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে হাঁটু গেড়ে সংহতি প্রকাশ করেছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা। মূলত ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নির্দেশনা অনুযায়ী এ আন্দোলনে সামিল হয়েছিলেন তারা। এতে সব প্রোটিয়া ক্রিকেটার সমর্থন জানালেও অস্বীকৃতি জানান ডি কক।

নির্দেশনা না মানায় তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ দিয়েছিল সিএসএ। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন ডি কক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কিংবা অন্য কারো মনে আঘাত দিতে চাননি বলে উল্লেখ করেছেন তিনি। এমন কাণ্ডে বিভ্রান্তি ছড়ানোয় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে ডি কক বলেন, ‘আমি কোনোভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলার মাধ্যমে কাউকে অসম্মান করতে চাইনি, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। হয়ত অনেকে বুঝতে পারেনি যে, মঙ্গলবার সকালে ম্যাচের আগে আমরা একসঙ্গে মিলেমিশেই ছিলাম। আমি অন্যদের মনে আঘাত দেয়ার পাশাপাশি যে বিভ্রান্তি ছড়িয়েছি এবং রাগের কারণ হয়েছি তার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’

বিষয়টিকে তিনি কখনোই ব্যক্তিগত ইস্যুতে পরিণত করতে চাননি বলে দাবি করেছেন ডি কক। সেই সঙ্গে একজন ক্রিকেটার হিসেবে বর্ণবাদের বিরোধীতা করার গুরুত্ব বুঝতে পেরেছেন তিনি। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে তার সংহতি প্রকাশে অন্যান্যদের জন্য শিক্ষামূলক হলে তাতে সামিল হতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, 'আমি কখনই এটিকে ব্যক্তিগত ইস্যুতে পরিণত করতে চাইনি। আমি বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পেরেছি। আমি এও বুঝেছি খেলোয়াড় হিসেবে আমাদের এটি উদাহরণ তৈরি করার মতো। আমার হাঁটু গাড়ার বিষয়টি যদি অন্যদের জন্য শিক্ষামূলক হয় এবং অন্যদের জীবনকে আরও ভালো করে তোলে, আমি তা করতে পেরে বেশি খুশি হব।’

সর্বশেষ

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

মু্ম্বাইয়ের সঙ্গে সম্পর্কের ইতি, হার্দিকের আবেগঘন বার্তা

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

কলকাতা নারিনের দ্বিতীয় বাড়ি

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

মালিক-হাসানকে ছাড়াই পাকিস্তানের টি-টোয়েন্টি দল

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

সাকিব-মেহেরবের বোলিং তোপে জিতল বাংলাদেশের যুবারা

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছে শতভাগ দর্শক

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

ম্যাথুসের এলপিএল খেলা নিয়ে শঙ্কা

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

সাকিব-মুমিনুলদের কোয়ারেন্টিন শিথিল করছে নিউজিল্যান্ড

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

আইয়ারকে উপেক্ষিত না রাখার পরামর্শ লক্ষ্মণের

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিপিএলের পর্দা উঠছে ২০ জানুয়ারি

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন