promotional_ad

স্কটল্যান্ডকে চমকে দিয়ে জিতল নামিবিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোলারদের কল্যাণে স্কটল্যান্ডকে মাত্র ১০৯ রানে আটকে দিয়েছিল নামিবিয়া। সেই লক্ষ্য তাড়া করতে নেমে খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়লেও শেষ দিকে অপরাজিত ৩২ রান করে নামিবিয়াকে ৪ উইকেটের জয় এনে দেন জেজে স্মিত। তাতে প্রথমবার সুপার টুয়েলভে খেলতে নেমেই জয় পেল নামিবিয়া। 


আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে স্কটল্যান্ডের দেয়া ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন নামিবিয়ার দুই ওপেনার ক্রেইগ উইলিয়ামস ও মিচেল ভ্যান লিনগেন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ কনে ২৮ রান। শাফয়ান শারিফের বলে ১৮ রান করে লিনগেন ফিরলে ভাঙে তাঁদের এই জুটি।


promotional_ad

এদিন অবশ্য থিতু হতে পারেননি উইকেট কিপার ব্যাটার জ্যানে গ্রিন ও অধিনায়ক ইরাসমুস। সাবধানী ব্যাটিং করলেও ইনিংসের ১৩তম ওভারে এসে সাজঘরে ফেরেন উইলিয়ামস। ডানহাতি এই ব্যাটার করেছেন ২৯ বলে ২৩ রান। তবে শেষ দিকে ডেভিড ভিসে ও স্মিত মিলে জয়টা সহজ করে দেন।


যদিও ১৪ বরে ১৬ রান করে আউট হয়ে যান ভিসে। সাতে নামা ফ্রাইলিঙ্ক ২ রানের বেশি করতে পারেননি। তবে ২৬ রানে অপরাজিত থেকে নামিবিয়ার ৪ উইকেটের জয় নিশ্চিত করেন স্মিত। স্কটল্যান্ডের হয়ে লিস্ক দুটি উইকেট নিয়েছেন।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নামিবিয়ার বোলারদের তোপের ‍মুখে পড়ে স্কটল্যান্ডের ব্যাটাররা। দারুণ ফর্মে থাকা জর্জ মানজিকে বোল্ড করে নামিবিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার রুবেন ট্রাম্পেলমান। ওই ওভারে কলাম ম্যাকলয়েডকেও প্যাভিলিয়নের পাঠান তিনি।


এদিন থিতু হতে পারেননি রিচি বেরিংটন-ক্রেইগ ওয়ালেসরাও। ওপেনার ম্যাথু ক্রস খানিকটা আশার প্রদীপ হয়ে দাঁড়িয়ে থাকলেও মাঝ পথে এসে সাজঘরে ফিরতে হয়। ৩৩ বলে ১৯ রান করা ক্রসকে আউট করে জ্যান ফ্রাইলিঙ্ক। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পরও স্কটল্যান্ডকে ১০৯ রানে পুঁজি এনে দেন ক্রিস্টোফার গ্রিভস ও মিচেল লিস্ক।


দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে লিস্ককে। স্মিতের বলে আউট হওয়ার আগে ২৭ বলে খেলেছেন ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তাকে সঙ্গ দেয়া গ্রিভস করেন ৩২ বলে ২৫ রান। নামিবিয়ার হয়ে ট্রাম্পেলমান নিয়েছেন তিন উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball