টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফেসবুক নয় ক্রিকেটে মনোযোগ দাও, মুশফিকদের উদ্দেশ্যে দুর্জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:23 বুধবার, 27 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যম, সব জায়গাতেই বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। যা ফেসবুক থেকে পৌঁছে গেছে দলে থাকা ক্রিকেটারদের কানেও। এসব সমালোচনা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম বিস্ফোরক মন্তব্য করেছিলেন। মুশফিকদের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মনে করেন, ফেসবুকের মন্তব্য নিয়ে মাথা না ঘামিয়ে ক্রিকেটে মনোযোগ দেয়া উচিত। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে সুপার টুয়েলভে খেলা নিয়েও শঙ্কায় পড়েছিল। যদিও পরবর্তীতে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতায় স্কটিশদের বিপক্ষে হারার পর প্রকাশ্যে বাংলাদেশ দলের সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সমালোচনা করতে ছাড়েননি ভক্ত-সমর্থকরাও। পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে পেইন কিলারের উদাহরণ দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। যা নিয়ে পরবর্তীতে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে।

মাহমুদউল্লাহর সেই সংবাদ সম্মেলনের রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য করেন মুশফিক। যেখানে তিনি সমালোচনাকদের আয়নায় মুখ দেখতে বলেছিলেন। এই ধরনের কথা বলা উচিত নয় বলে মনে করেন দুর্জয়। সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হারায় ফিকে হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন। দুর্জয় চাওয়া অবশ্য বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক।  

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরুর আগে দুর্জয় বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম তো গণমাধ্যম না। এটা সাধারণ একটা প্ল্যাটফর্ম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত। মাঠের বাইরের ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘মাঠের বাইরের বিষয়ে (খেলোয়াড়রা) যেহেতু বেশি সম্পৃক্ত হয়ে গেছে, এখন তা থেকে সরে গিয়ে ভালো করা উচিত। আর এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। আমি চাই, বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক।’