স্বার্থের সংঘাতে মোহন বাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:55 বুধবার, 27 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব এটিকে মোহন বাগানের পরিচালক পদ থেকে সরে দাড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি। স্বার্থের সংঘাত এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি।

ভারতের ক্রিকেটের অবকাঠামোতে একজন ব্যক্তি কখনোই দুটি পদে নিযুক্ত হতে পারেন না। বিসিসিআইয়ের সাংগঠনিক ধারার ৩৮ এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তি দুটি পদে কখনোই নিযুক্ত হতে পারেন না।

আইপিএলে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে লখনৌ। এই দলের মালিকানা পেয়েছে আরপি সঞ্জীব গোনেকা গ্রুপ (আরপিএসজি)। অন্যদিকে মোহন বাগানেরও মালিকানায় আছে আরপিএসজি। তাই সৌরভ বিসিসিআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় এবার দায়িত্ব ছাড়ছেন আরপিএসজির মালিকাধীন মোহন বাগানের।

আরপিএসজির ভাইস-চেয়ারম্যান ও মোহন বাগানের মালিক সঞ্জয় গনেকা সিএনবিসি টিভিকে বলেন, ‘আমি মনে করি আজকে সে মোহন বাগানের দায়িত্ব ছাড়তে যাচ্ছে।’

সৌরভের বিরুদ্ধের স্বার্থের সংঘাতের অভিযোগ নতুন কিছু নয়। আইপিএলের ২০২০ সালের আসরে টুর্নামেন্টটির প্রধান স্পন্সর হিসেবে ছিল 'ড্রিম ইলেভেন'। ঠিক সেই সময়ই সৌরভ শুভেচ্ছা দূত হয়েছিলেন তাদের প্রধান প্রতিযোগী 'মাই ইলেভেন সার্কেলের'।

কিন্তু বিসিসিআই সভাপতি হয়ে আইপিএলের মূল পৃষ্ঠপোষকদের প্রতিযোগী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়া এটা খুব একটা ভালো চোখে দেখেনি বোর্ড। তাছাড়া করোনার বিরতির মধ্যে জেএসডব্লু সিমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সৌরভ। এই প্রতিষ্ঠানটি আইপিএলের দল দিল্লি ক্যাপিটেলসের ৫০ শতাংশের মালিক।