টি- টোয়েন্টি বিশ্বকাপ

‘আমি আমার গায়ের রঙ পরিবর্তন করতে পারব না’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:10 বুধবার, 27 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে গত মঙ্গলবারের (২৬ অক্টোবর) খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কৃষ্ণাঙ্গদের প্রতি সহমর্মিতা জ্ঞাপনে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন না জানানোয় একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কুইন্টন ডি কক। এই উইকেটরক্ষক-ব্যাটারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার পমি এমবাঙ্গা।

গত মঙ্গলবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাদের ক্রিকেটারদের এই আন্দোলনে সমর্থন জানানোর নির্দেশ দেয়। এতে সব প্রোটিয়া ক্রিকেটার সমর্থন জানালেও অস্বীকৃতি জানান ডি কক।

অভিজ্ঞ এই প্রোটিয়া ক্রিকেটারের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না এমবাঙ্গা। তবে তিনি আশাবাদী, খুব শীঘ্রই সবাই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সংহতি প্রকাশ করবে।

এমবাঙ্গা বলেন, ‘এই ইস্যুতে কথা বলার জন্য ক্ষমা করবেন। কিন্তু আমি আমার গায়ের রঙ পরিবর্তন করতে পারব না। আমি আশা করি খুব সহজেই সবাই এ ব্যাপারে সহমত পোষণ করবে এবং ঐক্যবদ্ধ হবে।’

গত বছর থেকেই প্রায় সব দল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করে আসছে। নিয়ম অনুযায়ী মাঠে নামার আগে দলের খেলোয়াড়েরা হাঁটু গেড়ে বসে এই আন্দোলকে সমর্থন জানায়।

ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে ইতোমধ্যেই সবাই জানে। এবং অধিকাংশ দেশের ক্রিকেটারই এতে একমত পোষণ করেছে। আরেক ধারাভাষ্যকার ড্যারেন স্যামি অনেকটা বিরক্ত হয়েই জানতে চেয়েছেন এই আন্দোলনে সংহতি প্রকাশ করাকে মানুষ কেন এতো কঠিন কাজ মনে করে?

ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি শিরোপা জেতানো স্যামি বলেন, ‘কখনও কখনও আমি বুঝতে পারি না, যদি আপনি এর উদ্দেশ্য সম্পর্কে জানেন তাহলে এই আন্দোলন সমর্থন করাকে কেন কঠিন কাজ মনে করেন?’