টি- টোয়েন্টি বিশ্বকাপ

ডি ককের সিদ্ধান্তে অবাক সতীর্থরাও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:31 বুধবার, 27 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কৃষ্ণাঙ্গদের প্রতি সহমর্মিতা জ্ঞাপনে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানানোয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে এই উইকেটরক্ষক- ব্যাটারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন তাঁর সতীর্থরা।

গত বছর থেকেই প্রায় সব দল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করে আসছে। নিয়ম অনুযায়ী মাঠে নামার আগে দলের খেলোয়াড়েরা হাঁটু গেড়ে বসে এই আন্দোলকে সমর্থন জানায়।

গত মঙ্গলবার (২৬ অক্টোবর) সিএসএ তাদের ক্রিকেটারদের আন্দোলনে সমর্থন জানানোর নির্দেশ দেয়। এতে সব প্রোটিয়া ক্রিকেটার সমর্থন জানালেও অস্বীকৃতি জানান ডি কক। তাই তাকে দল থেকে বাদ দিয়েছে সিএসএ।

ডি ককের এমন সিদ্ধান্তে অবাক দলের বাকি সদস্যরা। এই উইকেটরক্ষক-ব্যাটার দলের অভিজ্ঞ একজন খেলোয়াড়। তাঁর কাছ থেকে এমন সিদ্ধান্ত কোনোভাবেই আশা করেননি টেম্বা বাভুমা।

এ প্রসঙ্গে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘এমন খবরে দলের সবাই অবাক হয়েছে। ডি কক আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শুধু ব্যাট হাতে নয়, অভিজ্ঞতার দিক থেকেও সে দলের অন্যতম একজন সদস্য। অধিনায়ক হিসেবে আমি এমনটা আশা করিনি।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রায় সব দল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করছে। সিএসএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ’বিশ্বকাপের আরও অনেক দল ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থন জানিয়েছে এবং বোর্ড মনে করছে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দেরও এতে সমর্থন জানানো উচিত।’