Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের, বদলি রুবেল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামা আগে পিঠের পুরোনো চোট মাথা চাড়া দিয়ে উঠেছে মোহাম্মদ সাইফউদ্দিনের। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে ছিটকে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। 

তাতে বিশ্বকাপের বাকি অংশে তাকে পাচ্ছে না বাংলাদেশ। সাইফউদ্দিনের বদলি হিসেবে রুবেল হোসেনকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটার অনুমতিও দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেকনিক্যাল কমিটি।

বিশ্বকাপ দল ঘোষণার সময় স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন রুবেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন ডানহাতি এই পেসার। ওমানের পর সংযুক্ত আরব আমিরাতেও দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। অবশেষে সাইফউদ্দিনের চোটে কপাল খুলেছে বাংলাদেশের হয়ে ২৮ টি-টোয়েন্টি খেলা রুবেলের।

এবারের আসরে বাংলাদেশের হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন সাইফউদ্দিন। যেখানে ৪ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন। বাছাই পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ২১ রানে ২ উইকেট নিয়েছিলেন। যা এবারের আসরে তাঁর সেরা বোলিং ফিগার।

এ ছাড়া ব্যাট হাতেও সেদিন অপরাজিত ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫ রানে অপরাজিত ছিলেন। প্রথম তিন ম্যাচে ভালোা বোলিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন সাইফউদ্দিন। লঙ্কানদের বিপক্ষে ১ উইকেট নিলেও ৩৮ রান দিয়েছিলেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।

সর্বশেষ

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

সাকিবের বায়োপিক বানাতে আগ্রহী সৃজিত

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

দুই বছরের চুক্তিতে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হেরাথ

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের দলে ফজলে রাব্বি

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

৪ বছর পর বিগব্যাশে রাসেল

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

চার হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে সবচেয়ে দ্রুত সাকিব

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

মধ্যরাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

আইপিএল নিলামে দল পাবেন, শতভাগ নিশ্চিত ব্রাভো

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

নিলামে তোলা হচ্ছে ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাট

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

গ্যাবায় কামিন্সের পাঁচ উইকেটের পর বৃষ্টির হানা

৮ ডিসেম্বর, বুধবার, ২০২১

ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব নয় : বাটলার

আর্কাইভ

বিজ্ঞাপন