টি-টোয়েন্টি বিশ্বকাপ

তাসকিনের বলে চোট পেয়ে অনুশীলন ছেড়েছেন সোহান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:27 মঙ্গলবার, 26 অক্টোবর, 2021

||আবিদ মোহাম্মদ, আরব আমিরাত থেকে ||

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না নুরুল হাসান সোহানের। বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে নিজের ছন্দ ফিরে পেতে ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী সোহানকে পড়তে হলো চোটের কবলে। অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়ে মাঠে ছাড়েন তিনি। যদিও জানা গেছে তার চোট গুরুতর নয়। 

সুপার টুয়েলভেরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দারুণভাবে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড। জস বাটলার-ইয়ন মরগানদের বিপক্ষে খেলতে নামার আগে দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। 

যেখানে পেসার তাসকিনের বলে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সময় পার করছিলেন সোহান। ব্যাটিং করার সময় হঠাৎই তাসকিনের বল এসে সোহানের তলপেটে আঘাত করে। এর কিছুক্ষণ পর অনুশীলনে ছেড়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। চোট গুরুতর না হলেও ২৭ অক্টোবর ইংল্যন্ডের বিপক্ষে ম্যাচ থাকায় খানিকটা শঙ্কা থেকেই যাচ্ছে।  

এর আগে দুপুরে আইসিসির একাডেমি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। যেখানে শুরু থেকেই ফিল্ডিং অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা। প্রায় ২০ মিনিট ফিল্ডিং অনুশীলন শেষে ব্যাটিং অনুশীলন করেছেন তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকেই ব্যাট হাতে ছন্দে নেই সোহান। বাছাই পর্বের তিন ম্যাচে খেললেও দুই ইনিংসে ব্যাটিং করে মাত্র ৫ রান করেছেন তিনি। পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেললেও ব্যাট করা হয়নি তার।  সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও একাদশে ছিলেন তিনি।

যদিও এদিন ব্যাট করার সুযোগ মেলেনি এই উইকেটরক্ষক ব্যাটারের।  বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হলেও দারুণ সব ক্যাচ নিয়ে নজর কেড়েছেন সোহান। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচটি ডিসমিসাল করেছেন তিনি।