টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিতল দক্ষিণ আফ্রিকা, হারের বৃত্তে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:53 মঙ্গলবার, 26 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এভিন লুইসের দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ ভালো শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি এই ব্যাটার হাফ সেঞ্চুরি করলেও দেড়শর নিচেই থামে ক্যারিবিয়রা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসনের ব্যাটের ওপর ভর করে ৮ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টেম্বা বাভুমা। দুর্দান্ত থ্রোতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আউট করে আন্দ্রে রাসেল। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন ভ্যান ডার ডুসেন ও রেজা হেন্ড্রিকস। 

তারা দুজনে মিলে যোগ করেন ৫৭ রান। দশম ওভারে শিমরোন হেটমায়ারের দারুণ ক্যাচে ফেরেন হেন্ড্রিকস। আকিল হোসাইনের বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।  এরপর আর কোনো উইকেট হারাতে দেননি মার্করাম ও ভ্যান ডার ডুসেন। 

তারা দুজনে মিলে ৮৩ রান যোগ করে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের জয় এনে দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে যা প্রোটিয়াদের প্রথম জয়। এদিন ৫১ রানে মার্করাম ও ৪৩ রানে ‍ডুসেন অপরাজিত ছিলেন। প্রোটিয়ারা প্রথম জয় পেলেও হারের বৃত্তে ওয়েস্ট ইন্ডিজ। 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন এভিন লুইস। এ ছাড়া পোলার্ড ২৬ ও লেন্ডল সিমন্স ১৬ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ‍ডুয়াইন প্রিটোরিয়াস তিনটি ও কেশব মহারাজ দুটি উইকেট নিয়েছেন।