টি- টোয়েন্টি বিশ্বকাপ

বর্ণবাদ নিয়মে সংহতি না জানানোয় নেই ডি কক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:14 মঙ্গলবার, 26 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির সঙ্গে সহমত জানিয়ে কৃষ্ণাঙ্গদের সমর্থনে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন জানাননি কুইন্টন ডি কক। তাই মঙ্গলবার (২৬ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে রাখা হয়নি এই উইকেটরক্ষক- ব্যাটারকে।

গত বছর থেকেই বিভিন্ন দল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করে আসছে। নিয়ম অনুযায়ী মাঠে নামার আগে দলের খেলোয়াড়রা হাঁটু গেড়ে বসে এই আন্দোলকে সমর্থন জানায়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিএসএ তাদের ক্রিকেটারদের আন্দোলনে সমর্থন জানানোর নির্দেশ দেয়। এতে সব প্রোটিয়া ক্রিকেটার সমর্থন জানালেও অস্বীকৃতি জানান ডি কক। তাই তাকে দল থেকে বাদ দিয়েছে সিএসএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসএ জানিয়েছে, ’ব্ল্যাক লাইভস ম্যাটারের দলের সদস্যরা একই ভঙ্গিতে সমর্থন না জানানোয় অপ্রত্যাশিত উদ্বেগের সৃষ্টি হয়েছে। খেলোয়াড়দের মতামত এবং সবকিছু বিবেচনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, বর্ণবাদের বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধ করা জরুরী। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ।’

তারা আরও জানিয়েছে, ‘কুইন্টন ডি ককের হাঁটু না গেড়ে বসার সিদ্ধান্ত সিএসএ জানতে পেরেছে। ম্যানেজমেন্ট থেকে রিপোর্ট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও বেশির ভাগ দলই এই আন্দোলনকে সমর্থন করছে। সিএসে আরও জানিয়েছে, ’বিশ্বকাপের আরও অনেক দল ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থন জানিয়েছে এবং বোর্ড মনে করছে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দেরও এতে সমর্থন জানানো উচিত।’