promotional_ad

ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে চাইলে সেরাটা খেলতে হবে: গিবসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জস বাটলার-মঈন আলিদের নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড। কাইরন পোলার্ডদের গুড়িয়ে দেয়ার পর ইংলিশদের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। বিধ্বংসী সব ব্যাটার দলে থাকায় শক্তি ও সামর্থ্যের বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ইয়ন মরগানের দল। তাই ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে হলে বাংলাদেশকে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন ওটিস গিবসন।


ইংল্যান্ডের ব্যাটিং আক্রমণে রয়েছেন জেসন রয়, বাটলার, জনি বেয়ারস্টো, মঈন, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান, ডেভিড মালানের মতো তারকারা। সমৃদ্ধ এই ব্যাটিং লাইনআপ যেকোনো দলের জন্য বড় হুমকি। তাছাড়া বোলিংয়ে ক্রিস ওকস, টাইমাল মিলস, ক্রিস জর্ডান ও আদিল রশিদরা প্রতিপক্ষকে ধসিয়ে দিতে সক্ষম।


promotional_ad

ম্যাচটির আগে বাংলাদেশের ক্রিকেটারদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন গিবসন। ইংল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে নিখুঁত বোলিং করার কোনো বিকল্প দেখছেন না তিনি। মোমেন্টাম কাজে লাগাতে পারলে ইংলিশদের বিপক্ষে সুযোগ আসবে বলে শিষ্যদের ইঙ্গিত দিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে গিবসন বলেন, ‘আমরা যদি তাদের চ্যালেঞ্জ জানাতে চাই এবং শেষ পর্যন্ত খেলাটি জিততে চাই তবে আমাদের সেরা খেলাটা থাকতে হবে। আমরা জানি যে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। তাদের বিপক্ষে মূল চাবিকাঠি হলো নিখুঁত বোলিং করে নিজেদেরকে রক্ষা করা। আমরা জানি তারা শক্তপোক্তভাবে লড়াই জমাবে কিন্তু তারা আপনাকে সুযোগও দেবে।’


টেস্ট ও ওয়ানডেতে ইংল্যান্ডের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকলেও টি-টোয়েন্টিতে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ। নিজেদের প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হারায় বুধবারের (২৭ অক্টোবর) ম্যাচের আগে অনেকটাই চাপে রয়েছে টাইগাররা। তবে মাহমুদউল্লাহর দলের সদস্যদের আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন গিবসন।


বাংলাদেশের এই বোলিং কোচ বলেন, ‘দলের ক্রিকেটারদের প্রতি বার্তাটি হলো- তোমরা আতঙ্কিত হবে না। বুঝতেই পারছেন যে আপনি একটি ভালো করলেও ওরা আঘাত হানবেই। তাদের মানসিকতা এমনই। তবে তারা আপনাকে উইকেট নেওয়ার সুযোগও দেবে। আমাদের দক্ষতা এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য অবশ্যই শান্ত থাকতে হবে। তাছাড়া আমরা যে বলগুলো করব সে সময় বেশ বিচার-বিশ্লেষণ করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball