টি- টোয়েন্টি বিশ্বকাপ

মঈন ফর্মের তুঙ্গে আছে: সিলভারউড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:10 মঙ্গলবার, 26 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে ব্যাট-বল দুই জায়গাতেই পাল্লা দিয়ে পারফর্ম করছেন মঈন আলী। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ক্রিস সিলভারউড মনে করেন, নিজের সেরা ফর্মে আছেন মঈন, আর নিজের দিনে প্রতিপক্ষের জন্য ভয়ংকর এই ইংলিশ অলরাউন্ডার।

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন মঈন। ১৫ ম্যাচে ব্যাট হাতে ২৫.৫০ গড়ে ৩৫৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ছয় উইকেট। যেখানে তাঁর ইকোনোমি ছিল ৬.৫৩।

আইপিএলের সেই ফর্ম তিনি টেনে এনেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ রানে ২ উইকেট শিকার করে হয়েছেন প্লেয়ার অব দ্যা ম্যাচ।

ইংল্যান্ডের প্রধান কোচ মঈনের সাম্প্রতিক ফর্ম প্রসঙ্গে বলেন, ‘মঈন ফর্মের তুঙ্গে আছে। সে উপভোগ করছে। সে জানে তার আসল উদ্দেশ্য কোনটা এবং তার কী করতে হবে।’

ইংলিশ এই অলরাউন্ডার মাঠে যেমন ফুরফুরা থাকেন ঠিক তেমনি ড্রেসিংরুমেও চাঙ্গা থাকেন। এবার বিশ্বকাপের বড় মঞ্চে তাঁর পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন সিলভারউড।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের দিনে সে প্রতিপক্ষের জন্য বিপদজনক। তার ক্রিকেটীয় জ্ঞানে সে ড্রেসিংরুমকে চাঙ্গা করে তুলে। সে সবাইকে এক করে রাখতে পারে যা তার গুণগুলোর মধ্যে অন্যতম একটি। সে সবসময় ফুরফুরে মেজাজে থাকে এটা দারুণ, তবে আমরা মাঠেও তার এমন পারফরম্যান্স দেখতে চাই।’