Connect with us

অ্যাশেজ সিরিজ

স্টোকসের প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার মেরুদণ্ডে শিহরণ জাগাবে: ভন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

অনির্দিষ্টকালের বিরতি ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরতে চলেছেন বেন স্টোকস। স্টোকসের প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার মেরুদণ্ডে কিছুটা হলেও শিহরণ জাগাবে বলে বিশ্বাস মাইকেল ভনের।

২০১৯ সালে হেডিংলি টেস্টে অজিদের বিপক্ষে স্টোকসের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৩৫* রানের ঐতিহাসিক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন স্টোকস। স্বাভাবিকভাবেই এই ইনিংস মনে রেখেছেন ভন।

দ্য টেলিগ্রাফে লেখা এক কলামে এ প্রসঙ্গে ভন লিখেছেন, ‘সে (স্টোকস) অস্ট্রেলিয়ার জন্য ভয়ের কারণ। দুই বছর আগে হেডিংলিতে সে তাদের উপর যে আচড় বসিয়েছিল তা এখনই পুরোপুরি সেরে ওঠার সুযোগ নেই। ব্রিসবেনে বা যেখানেই সে তার প্রথম টেস্ট খেলতে নামবে স্বাগতিকদের মেরুদন্ডে কিছুটা হলেও শিহরণ জাগাবে।’

চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে মাঠে নামবে ইংল্যান্ড। স্টোকসের মতো অলরাউন্ডার দলে থাকা মানে ব্যাটিং-বোলিং এই দুই বিভাগেই বাড়তি সুবিধা পাওয়া। তাই স্টোকসকে ইংল্যান্ড দলের ইঞ্জিন বলে আখ্যায়িত করে প্রশংসায় ভাসিয়েছেন ভন।

স্টোকসের উপস্থিতি দলের অন্যান্য ক্রিকেটারদের উদ্যম বাড়িয়ে দেয় উল্লেখ করে ভন লিখেছেন, ‘স্টোকস হল ইংল্যান্ড দলের ইঞ্জিনের মতো, সে তাদের শক্তির যোগান দেয়। সে শুধুমাত্র নিজে ব্যাপকভাবে অবদান রাখে না, সে তার চারপাশের লোকদের পারফরম্যান্সকে উন্নত করতে এবং এর মান উঁচুতে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।’

সাবেক এই ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘অ্যাশেজে স্টোকসের প্রত্যাবর্তন দলের জন্য দারুণ হয়েছে। ওকে ছাড়া আমি অস্ট্রেলিয়ায় বিপক্ষে ইংল্যান্ডকে এগিয়ে রাখতাম না। সে থাকলে দলের মধ্যে আশার ঝলক থাকে এবং অনেক ক্ষেত্রে বিষয়টি এর চেয়েও বেশি থাকে।’

সর্বশেষ

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

গ্রাউন্ডসম্যানদের ৩৫ হাজার রুপি অনুদান দিলেন কোহলিরা

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বিসিবি একাডেমী কাপ শুরু হচ্ছে ১০ ডিসেম্বর

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বাংলাদেশের দুই নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

তিন সংস্করণেই জয়ের একমাত্র হাফ সেঞ্চুরি কোহলির

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

বিপিএলে অংশ নিতে আগ্রহী ৮ ফ্র্যাঞ্চাইজি

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

কেবল অশ্বিনই ভাঙতে পারেন মুরালিধরনের রেকর্ড!

৬ ডিসেম্বর, সোমবার, ২০২১

অ্যাশেজে বদলে যাচ্ছে পার্থ টেস্টের ভেন্যু

আর্কাইভ

বিজ্ঞাপন