আইপিএল

ক্রিকেটের চেহারাই বদলে দিয়েছে আইপিএল!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:02 মঙ্গলবার, 26 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু থেকেই বিশ্ববাসীর নজর কেড়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাঘা বাঘা তারকা ক্রিকেটারদের উপস্থিতি থাকায় আসরটি নিয়ে মাতামাতিতে ব্যস্ত থাকেন বিশ্বের নানান প্রান্তের মানুষ। তাই বিশ্ব দরবারে ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তুলতে আইপিএলের অবদান অনস্বীকার্য, এমনটাই মনে করছেন মাইকেল ভন।

বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতামূলক এই লিগটি থেকে উঠে এসেছেন অনেক মানসম্মত ক্রিকেটার। সে কারণে আইপিএলকে জাতীয় দলের পাইপলাইন হিসেবে ব্যবহার করে থাকে ভারত। একই পন্থা অবলম্বন করে আইপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখে অন্যান্য দলগুলোও।

এ সমস্ত কারণে আইপিএলকে বাড়তি গুরুত্বের নজরে দেখে খোদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এসব বিষয় থেকে পরিষ্কার যে ক্রিকেট বিশ্বে আইপিএলের অবস্থান কতটা পোক্ত। আর সেটাই মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন।

এ প্রসঙ্গে ভন বলেন, ‘যেহেতু নতুন দুটি দল এসেছে এটা অনেকটা পরিষ্কার যে ক্রিকেটের জন্য আইপিএল অনেক শক্তিশালী প্রতিচ্ছবি হয়ে উঠেছে। আইপিএলে দুটি নতুন দল যুক্ত হওয়া মনে এটি অনিবার্য যে আমরা আরো ম্যাচ দেখতে যাচ্ছি এবং টুর্নামেন্টটি আরেকটু দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে।’

২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ সময় আটটি দল নিয়েই মাঠে গড়িয়েছে আসরটি। তবে আইপিএলকে আরো বেশি প্রতিযোগিতামূলক করে তুলতে দল বাড়ানো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। সেই ধারাবাহিকতায় আহমেদাবাদ ও লখনৌ এই দুই দলকে সংযুক্ত করেছে সংস্থাটি।

আগামী মৌসুম থেকে দশ দলের টুর্নামেন্ট হওয়ায় নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে আইপিএলের আয়োজক কমিটি। দুইটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের মধ্যে শেষ চারে ওঠার লড়াই জমিয়ে তুলবে দলগুলো। মোট ১৪ ম্যাচের মধ্যে সাতটি হোম ও সাতটি অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে ম্যাচ খেলবে তারা।