টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতীয় গণমাধ্যমের সমালোচনায় শোয়েব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:21 সোমবার, 25 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে না হারলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাবর আজমের দলের কাছে ১০ উইকেটের হার দেখতে হয়েছে বিরাট কোহলিদের। এমন হারের পর ভারতের দলের সমালোচনায় ব্যস্ত দেশটির গণমাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে ভারতের গণমাধ্যমের সমালোচন করেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতি তারকা জানিয়েছেন যে, ক্রিকেটে এমনটা হতেই পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-পাকিস্তানের লড়াই মানেই যেন পাকিস্তানের হার, ভারতের উৎসব। আইসিসির টুর্নামেন্টের পরিসংখ্যান অবশ্য সে কথাই বলছে। এই ম্যাচে খেলতে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ৫ দেখার সবকটিতেই হেরেছে পাকিস্তান। তবে সময় বদলেছে, পাকিস্তানও নিজেদের গুছিয়ে নিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে এসে নিজেদের হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে পাকিস্তান। বিশ্বকাপ মিশনের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের যা প্রথম জয়।

শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিল পাকিস্তান। নিজের প্রথম দুই ওভারে লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে ফেরান বাঁহাতি এই পেসার। শেষের দিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও নিজের শিকার বানিয়েছেন তিনি।

সর্বশেষ ৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম কোহলিকে আউট করতে পেরেছে পাকিস্তানের বোলাররা। যদিও কোহলির হাফ সেঞ্চুরিতেই ১৫১ রানের পুঁজি পেয়েছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাবর ও রিজওয়ান দারুণ ব্যাটিং করে পাকিস্তানকে ১০ উইকেটের জয় এনে দেন।

যা মেনে নিতে পারছে না ভারতের গণমাধ্যমগুলো। তাদের এমন কাণ্ডে সমালোচনা করে শোয়েব বলেন, ‘ভারতের গণমাধ্যমগুলো কেন এমন করে যে তাদের দল একটি ম্যাচও হারতে পারে না। এটা ক্রিকেট খেলা। পাকিস্তান ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে। এটা পাকিস্তানের ক্ষেত্রেও হতে পারে। এটাই খেলার সৌন্দর্য।’

পাকিস্তানের কাছে হারলেও ভারত এখনও ফাইনালে উঠতে পারে বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘আমি মনে করি ভারত এখনও ফাইনালে যেতে পারে। বিশ্বকাপে আমি আবারও ভারত-পাকিস্তানের পুনরাবৃত্তি ম্যাচ দেখতে চাই। এটা কঠিন তবে তাদের এই সামর্থ্য রয়েছে।’