টি-টোয়েন্টি বিশ্বকাপ

আনন্দ করো, উচ্ছ্বাসে ভেসো না: বাবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:21 সোমবার, 25 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়। সেটিও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এমন জয়ের পর বাধভাঙ্গা উল্লাসে মাতবে পাকিস্তান দল এটাই স্বাভাবিক। তবে সতীর্থদের মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন বাবর আজম। 

আইসিসির টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বরাবরই নাকাল পাকিস্তান। এই ম্যাচে খেলতে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ৫ দেখার সবকটিতেই হেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে এসে নিজেদের হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাবর আজমের দল।

এই ম্যাচে দল হিসেবে খেলে জয় পেয়েছে পাকিস্তান। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটাররা আর কোনো সুযোগই দেয়নি ভারতীয় বোলারদের। ঐতিহাসিক এই জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন পাকিস্তান অধিনায়ক। তবে সবাইকে মাটিতে পা রাখার পরামর্শ দেন তিনি।

বাবর বলেন, ‘এটা কোনো একক পারফরম্যান্স নয়। একটি দল হিসেবে আমরা ম্যাচ জিতেছি। আমাদের এই অর্জনকে বৃথা যেতে দিতে পারি না। এটা কেবল শুরু। উপভোগ করো, কিন্তু অতি উত্তেজিত হয়ো না।’

আসরের প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। বাবরের নজর এবার আসরের বাকি ম্যাচগুলোর দিকে। পাকিস্তান অধিনায়কের চোখ এখন শিরোপায়। সবাইকে সে কথাই জানিয়েছেন বাবর। 

তিনি বলেন, ‘আমরা কাল উপভোগ করতে পারি কিন্তু আমাদের উচিত হবে আবারো খেলায় মনোনিবেশ করা। কারণ কালকের পরের দিন একটি ম্যাচ আছে। এই ম্যাচ (ভারত) এখন চলে গেছে। আমাদের চিন্তায় একটাই বিষয়, কী সেটা? আমাদের বিশ্বকাপ জিততে হবে।’