টি-টোয়েন্টি বিশ্বকাপ

হরভজনকে শোয়েবের খোঁচা, ওয়াকওভার নেবে না?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 01:23 সোমবার, 25 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের উচিত ভারতকে ওয়াকওভারে জিতিয়ে দেওয়া, কদিন আগে শোয়েব আখতারকে এমনটাই বলে কটাক্ষ করেছিলেন হরভজন সিং। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভারতকে হারিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে জয় পাওয়ার পর হরভজনের কটাক্ষের জবাব দিয়েছেন শোয়েব। যেখানে তিনি হরভজনকে বলেছেন, ওয়াকওভার নেবে না?

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই দুই দলের ম্যাচকে বলা হয়ে থাকে এশিয়ার সবচেয়ে বড় লড়াই। মাঠের ক্রিকেট শুরুর আগেই কথার লড়াইয়ে মশগুল থাকেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। এবারের বিশ্বকাপকে সামনে ‘মওকা মওকা’ শিরোনামে একটি ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস।

সেই ভিডিও দেখার পর পাকিস্তানকে ওয়াকওভার দিতে বলে মন্তব্য করেছেন হরভজন। যেখানে ভারতের সাবেক এই স্পিনার বলেছিলেন, ‘আমি শোয়েব আখতারকে বলেছিলাম খেলার কোনো মানেই নেই। কেবল তোমাদের উচিত ভারতকে ওয়াকওভার দেয়া। তোমাদের ছেলেরা খেলবে, আবারও হারবে তাতে হতাশ হবে। আমাদের দল অনেক শক্তিশালী। শোয়েব আখতার...তোমাদের কোনো সুযোগ নেই। আমরা তোমাদের উড়িয়ে দেবো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-পাকিস্তানের লড়াই মানেই যেন পাকিস্তানের হার, ভারতের উৎসব। আইসিসির টুর্নামেন্টের পরিসংখ্যান অবশ্য সে কথাই বলছে। এই ম্যাচে খেলতে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ৫ দেখার সবকটিতেই হেরেছে পাকিস্তান।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয় ওয়ানডে সংস্করণের বিশ্বকাপেও ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। এদিন অবশ্য বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর ফলে হরভজনের কটাক্ষের জবাব দিতে ভুল করেননি শোয়েব। 

ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘ভাজ্জি, হরভজন সিং ওয়াকওভার নেবে না? নেবে না? কি আর করবে একটু বিশ্রাম করো। দিনটা উপভোগ করো।’