টি- টোয়েন্টি বিশ্বকাপ

দুবাইয়ের দুঃস্বপ্ন ভুলে যেতে চান পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:48 রবিবার, 24 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মারকাটারি ক্রিকেটাররা দলে থাকায় হট ফেভারিটের তকমা গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ এই দলটিকে নিয়ে ভক্তদেরও প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাদের ৫৫ রানে গুটিয়ে যাওয়ার চিত্র দেখে হতাশ হয়েছেন অনেকেই। ভক্তদের মতো নিজেদের এমন হতাশাজনক পারফরম্যান্স ভুলে যেতে চান কাইরন পোলার্ড।

দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল উইন্ডিজ। এরপর দলটির সঙ্গে যা ঘটল তা দেখে যে কারো চোখ ছানাবড়া হবে। ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, পোলার্ড ও আন্দ্রে রাসেলরা।

শেষপর্যন্ত নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে লো স্কোর গড়ে হেরেছিল পোলার্ডের দল। আগের দুই ম্যাচের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে ঘটে যাওয়া বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না পোলার্ড।

এ প্রসঙ্গে পোলার্ড বলেন, ‘বিষয়টি অগ্রহণযোগ্য ছিল, আমরা এটা মেনে নিয়েছি। এই ধরনের ম্যাচগুলো কখনও কখনও আমাদের কেবল ভুলে যেতে হবে। আমাদের জন্য কেবল ভুলগুলো খুঁজে বের করতে হবে। আমরা এখন পর্যন্ত আমাদের তিনটি ম্যাচে ভালো ব্যাটিং করিনি। আমরা আগেই ম্যাচের বাইরে চলে গিয়েছিলাম। ছেলেরা বড় শট খেলার চেষ্টা করেছিল এবং এক মুহূর্তের জন্য সেই চেষ্টা থামানো হয়নি।’

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবার বাজে পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে উল্লেখ করেন পোলার্ড। তাই ইংল্যান্ডের বিপক্ষে অল্প রানে গুটিয়ে যাওয়ার বিষয়টি দলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন এই অলরাউন্ডার। ম্যাচটি থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পোলার্ড যোগ করেন, ‘আমি মনে করি এতে আমাদের শিবিরে কোনো আতঙ্কের সৃষ্টি করবে না। বিষয়টি কেবল অন্তরে পুষে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এটি আন্তর্জাতিক ম্যাচ। আমরা বিশ্বজুড়ে প্রচুর ক্রিকেট খেলে থাকি। এমনটা নয় যে এমন ঘটনা এই প্রথম ঘটল। আমরা সারা বিশ্বে ক্রিকেট খেলেছি এবং আমাদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আছে।’