টি- টোয়েন্টি বিশ্বকাপ

ধোনিকে ব্যাটিংয়ে নামতে দিও না, বাবরদের উদ্দেশে শোয়েব!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:08 রবিবার, 24 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

খেলোয়াড়ি জীবনে কিংবা অবসরের পর ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে সবসময়ই তর্কে-বিতর্কে মশগুল ছিলেন শোয়েব আখতার। ভারতের বিপক্ষে জয়ের ক্ষেত্রে নিজের দেশ পাকিস্তানকে নিয়ে সবসময় সিরিয়াস ছিলেন তিনি। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচটি মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে এসে ঠাট্টায় মাতলেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মহেন্দ্র সিং ধোনি কোনোভাবেই যেন ব্যাটিংয়ে নামতে না পারে এ নিয়ে রসিকতা করেছেন তিনি!

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবারের দেখায় কখনো জিততে পারেনি পাকিস্তান। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল দলটি। ২০১৬ সালের আসরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হার নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

এমন সমীকরণের সামনে থেকে ভারতের বিপক্ষে আবারও বিশ্বমঞ্চে লড়াইয়ে নামতে যাচ্ছে পাকিস্তান। ম্যাচটির আগে ভারতের বিপক্ষে জেতার জন্যে ঠাট্টার ছলে বাবর আজমকে তিনটি পরামর্শ দিয়েছেন শোয়েব। রসিকতা করে এই ম্যাচে বাবরকে ভারতের ক্রিকেটারদের ঘুমের ওষুধ খাওয়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘আগে ভারতকে ঘুমের ওষুধ খাইয়ে দাও। দ্বিতীয়ত বিরাট কোহলিকে দুদিনের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করা বন্ধ করো ( কিছুটা হেসে)। তৃতীয়ত- ধোনিকে নিজে ব্যাট করতে না আসতে বলো। আমি তোমাকে বলে রাখছি সে এখনও সবচেয়ে সেরা ফর্মে থাকা ব্যাটারদের একজন।’

শুরুতে রসিকতা করলেও শেষমেষ ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাবরদের টোটকা দিয়েছেন শোয়েব। ভারতের বোলারদের বিপক্ষে ডটবল এড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে পাওয়ার প্লে কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তী এই পেসার।

তিনি বলেন, ‘পাকিস্তানকে এমনভাবে শুরু করতে হবে যেখানে তোমরা ভালো শুরু করতে পার। তারপরে পাকিস্তানকে ডট বল এড়াতে হবে। প্রথম ৫-৬ ওভার রান তুলে খেলে স্ট্রাইকরেট বাড়িয়ে নিতে হবে। যখন বোলিংয়ের কথা আসে, আপনার যদি ভাল সংগ্রহ থাকে, তবে নিশ্চিত হয়ে নিন যে আপনি ম্যাচে রয়েছেন।’