টি- টোয়েন্টি বিশ্বকাপ

বোলিং না করলেও শেবাগের প্রথম পছন্দ হার্দিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:53 রবিবার, 24 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অবশ্যই হার্দিক পান্ডিয়াকে দলে চান বীরেন্দর শেবাগ। হার্দিকের ব্যাটিং সামর্থ্যের কথা বিবেচনা করেই তাঁকে দলে চান ভারতের সাবেক ওপেনার।

লম্বা সময় ধরে বোলিং করছেন না হার্দিক। গেল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটি ম্যাচেও বোলিং করতে দেখা যায়নি তাঁকে। ইনজুরিপ্রবণ এই ক্রিকেটার বোলিং না করলেও শেবাগের প্রথম পছন্দ হার্দিকই।

শেবাগ বলেন, 'সে অবশ্যই আমার দলে থাকবে। সে এমন একজন ব্যাটার, যে খেলা শুরু করলে ম্যাচ একপাক্ষিক হয়ে যায়। তার অবশ্যই সেই সামর্থ্য আছে, যা সে অসংখ্যবার প্রমাণ করেছে। হ্যাঁ, সে যদি বোলিং করতে পারত সেটা অবশ্যই বাড়তি পাওনা।'

পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে একাদশে পাঁচ বোলার চান শেবাগ। হার্দিক বোলিং করলে সেটাই দলের জন্য বাড়তি পাওনা হবে বলে মনে করছেন তিনি।

বিশ্বকাপজয়ী এই ওপেনারবলেন, 'আপনার অবশ্যই পাঁচ বোলার নিয়ে নামা উচিত। এর মধ্যে হার্দিক বা অন্য কেউ যদি কয়েক ওভার করে দেয় তাহলে তো সবচেয়ে ভালো। তার ব্যাটিং নিয়ে অবশ্য ভাবনা আছে।'

তিনি আরও বলেন, 'সে যদি নেটে ভালো ব্যাটিং না করে বা পুরানো ছন্দে না থাকে তাহলে অন্য কোনো ব্যাটারকে নেয়া যায়। এছাড়া সেই আমার প্রথম পছন্দ।'