টি-টোয়েন্টি বিশ্বকাপ

শারজাহ নস্টালজিয়া, ২৬ বছর পর আবারও বাংলাদেশ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:35 শনিবার, 23 অক্টোবর, 2021

|| সৈয়দ সামি, আরব আমিরাত থেকে ||

আহ! নব্বই দশকের ক্রিকেট! সেই স্কুলে যাবার আগে লুকিয়ে এক-দু ওভার দেখতে গিয়ে মায়ের কানমলা, খেলার পাতা থেকে ক্রিকেটারদের ছবি কেটে ডায়রির পাতায় সাঁটানো। ভারত-পাকিস্তান লড়াই, শারজাহর ব্যাটিং বান্ধব উইকেটে সাঈদ আনোয়ার, শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ইনজামাম উল হকদের ব্যাটের রাজত্ব। 

সেসব এখন রূপকথা। রবিবার ঐতিহ্যবাহী শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়। এই ম্যাচে মিরপুরের ন্যায় স্পিন বান্ধব উইকেটের গন্ধ পাচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

এর আগে শারজাহতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি টাইগাররা। ফলে পরিসংখ্যান দিয়ে এই ম্যাচে কে এগিয়ে সেটা বলা মুশকিল। এখন পর্যন্ত শারজাহতে ৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার সবকটিতেই হেরেছে তারা। সর্বশেষ এই মাঠে বাংলাদেশ খেলেছে ১৯৯৫ সালের ৮ এপ্রিল।

এর ফলে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ২৬ বছর পর শারজাহর নস্টালজিয়ায় ডুবতে যাচ্ছে বাংলাদেশ। এই মাঠে ১৯৯০ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ। অস্ট্রাল-এশিয়া কাপের দুটি ম্যাচে শারজাহতে খেলেছিল বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। 

এরপর ১৯৯৫ সালে পেপসি এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। সেবারই শেষ এরপর আর কখনও ঐতিহাসিক এই মাঠে খেলা হয়নি বাংলাদেশের। এদিকে ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোনো ম্যাচ জেতেনি লাল-সবুজরা। এই ম্যাচে লঙ্কানদের হারিয়ে আরেকটি ইতিহাস লেখার মঞ্চ টাইগারদের সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ব্যাটে-বলে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। তিন ম্যাচে এই টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ১০৮ রান। প্রথম পর্বে সেরা রান সংগ্রাহকদের তালিকায় সাকিবের অবস্থান তিন নম্বরে। উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে আছেন সাকিব। এরই মধ্যেই তিনি তুলে নিয়েছেন ৯ উইকেট।

এমন পারফরম্যান্সের পর সাকিব বেশ নির্ভার। শারজাহতে রবিবার স্থানীয় সময় বেলা ২টায় অনুশীলন ছিল টাইগারদের। সেখানে দেখা যায়নি সাকিবকে। সতীর্থরা যখন অনুশীলনে ব্যস্ত সাকিব হয়তো পরিকল্পনা আঁটছেন আরেকটি রূপকথার।

ওমানে প্রথম পর্বে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম পর্বে ৬ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। তার হাতেই রয়েছে বাংলাদেশ দলের পেস বোলিংয়ের নেতৃত্ব। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। খুব বেশি উইকেট না পেলেও তার আঁটসাঁট বোলিং বাংলাদেশকে দ্বিতীয় পর্বের টিকেট পেতে অনেক সাহায্য করেছে।

এরই মধ্যে শনিবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি আরব আমিরাতে বিশ্বকাপের মূল পর্বের পর্দা উঠেছে। যদিও এই বিশ্ব আসরের কোনো উত্তাপই নেই দুবাই-শারজাহতে। স্টেডিয়ামের আশপাশ বাদে আর কোথাও চোখে পড়েনি ফেস্টুন-ব্যানার-পোস্টার।

বিশেষ করে দুবাই এখন ব্যস্ত 'এক্সপো-২০২০' নিয়ে। এরই মধ্যে ১৯০টি দেশের অংশগ্রহণের শুরু হয়েছে আন্তর্জাতিক এই প্রদর্শনী। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ছয়মাস ব্যাপী।  এ কারণেই দুবাইয়ে সারা বিশ্বের কৌতুহলি মানুষরা ভিড় করেছে। তাই শহরটির ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। তবে এই ব্যস্ততার খুব বড় একটি অংশেই নেই কোনো ক্রিকেটের ছিটেফোঁটা।

যদিও সত্যিকারের ক্রিকেট ভক্তরা সারা বিশ্ব থেকেই ছুটে এসেছেন আরব আমিরাতের মাটিতে। ভারত-পাকিস্তানের বেশিরভাগ ম্যাচের টিকেট শেষ হয়ে গেছে। বাইরে নিরুত্তাপ থাকলেও মাঠের ভেতর তাই ক্রিকেটের উত্তাপ দেখতে মুখিয়ে থাকবেন দর্শকরা।