টি-টোয়েন্টি বিশ্বকাপ

শারজাহতে মিরপুর দেখছেন ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:51 শনিবার, 23 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই স্লো এবং টার্নিং। বিশ্বকাপ শুরুর আগে যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন উইকেট পাওয়া দুষ্কর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, শারজাহর উইকেট মিরপুরের মতোই। শারজাহর উইকেট প্রথম ম্যাচে বাংলাদেশকে সহায়তা করবে বলে মনে করেন তিনি। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি আমরা গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। ওদের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে আমাদের কিছু ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এছাড়া আমাদের অভিজ্ঞ বোলার এবং কিছু বিপজ্জনক ব্যাটসম্যানসহ ভারসাম্যপূর্ণ দল রয়েছে।’

বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আমাদের আছে। একই সঙ্গে ঢাকার উইকেটের মতোই শারজাহ। আশা করি আগামীকালের ম্যাচে এসব আমাদের সহায়তা করবে।’

প্রথম রাউন্ডে গ্রুপের রানার্স-আপ হওয়ায় সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২ টা থেকে। দুপুরে খেলা হওয়ায় বাড়তি সুবিধা দেখছেন ডমিঙ্গো। কারণ শিশির নিয়ে ভাবতে হবে না এবং স্পিনাররা ভালো করার সুযোগ পাবে।

ডমিঙ্গো বলেন, ‘উন্নতি করার জায়গা সব বিভাগেই আছে। আমরা ব্যাট হাতে ভালো করিনি। বল হাতে ঠিকঠাক মতো করেছি। ফিল্ডিংও ভালো হয়েছে। দুইটায় খেলা শুরু হওয়ায় আমরা খুশি। শিশিরের হিসাব আমাদের করতে হবে না। প্রতিযোগিতায় স্পিনারদের জ্বলে ওঠার সুযোগ থাকবে।’