ভারতীয় ক্রিকেট

দ্রাবিড়ের কোচ হওয়ার সংবাদ পত্রিকায় পড়েছি: সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:04 শনিবার, 23 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদ থেকে রবি শাস্ত্রীর সরে দাঁড়ানোর পর, সেই জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার কথা রাহুল দ্রাবিড়ের- গত কিছুদিন ধরেই এমন সংবাদ প্রকাশ করছে ভারতের মিডিয়াগুলো। অথচ রাহুলের কোচ হওয়া প্রসঙ্গে এখনও কিছুই জানেন না সৌরভ গাঙ্গুলি!

পুরো বিষয়টিকে এখনো গুঞ্জন বলেই দাবি করছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি। সৌরভের দেয়া তথ্য অনুযায়ী, এখনো কোচ হওয়ার জন্য আবেদনই করেননি দ্রাবিড়।

রাহুলের কোচ হওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, ‘এখনো নিশ্চিত নই, আমি শুধুই পত্রিকায় পড়েছি। এর জন্য যথাযথ প্রক্রিয়া আছে। ইতোমধ্যেই আমরা আবেদনপত্র চেয়েছি। সে যদি আবেদন করে তারপর বিবেচনা করা হবে।’

রাহুল বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) পরিচালকের দায়িত্ব পালন করছেন। আর এ প্রসঙ্গে আলোচনা করতেই দুবাইতে তাঁর সঙ্গে দেখা করেন বিসিসিআই সভাপতি।

সৌরভ বলেন, ‘সে এখন এনসিএর পরিচালক। এনসিএ প্রসঙ্গে কথা বলতে দুবাইতে সে আমার সঙ্গে দেখা করেছিল। কিভাবে এর উন্নতি করা যায়। আমরা সবাই বিশ্বাস করি, ভারতের ক্রিকেট উন্নয়নে এনসিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করছে এনসিএ।’

ইতোমধ্যেই বিসিসিআই সন্ধান করতে শুরু করেছে নতুন কোচের। এ ব্যাপারে তারা আলোচনা করেছিল মাহেলা জয়াবর্ধনের সঙ্গে। কিন্তু লঙ্কান এই কিংবদন্তি বিসিসিআইয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।