ভারতীয় ক্রিকেট

অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেয়া হয়নি: সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:21 শনিবার, 23 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এই সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের মতো করে নেয়া, এখানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোনো ভূমিকা নেই- এমনটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

কোহলির নেতৃত্বে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ ও একাধিক আইসিসি টুর্নামেন্ট খেলেছে ভারত। তাঁর নেতৃত্বে দেশ এখনও পর্যন্ত কোনো বৈশ্বিক শিরোপা না জিতলেও ম্যাচ জয়ের হিসেবে দারুণ সফল তিনি।

কোহলির অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আমি বিস্মিত ছিলাম। সম্ভবত ইংল্যান্ড সিরিজের পর সে এই সিদ্ধান্ত নিয়েছিল, এবং এটা তার ব্যাক্তিগত সিদ্ধান্ত। এ ব্যাপারে আমরা বিরাটের সঙ্গে কথা বলিনি বা আমরা কোন চাপও দেইনি, আমরা কখনো কাউকে চাপ দেইনি। আমি কখনোই এমনটা করব না। আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম।’

তিনি আরও বলেন, ‘এখন অনেক বেশি ম্যাচ খেলা হয় এবং লম্বা সময় ধরে সকল সংস্করণে অধিনায়কত্ব করাটা কঠিন। আমি নিজেও অধিনায়ক ছিলাম।’

দলের অধিনায়কের কাঁধে বরাবরই বাড়তি দায়িত্ব থাকে। এর ফলে একটু বেশিই চাপ নিতে হয় তাদের। তাই জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করাটা অনেক খ্যাতি আর সম্মানের হলেও এটা একটা কঠিন কাজ, মনে করেন সৌরভ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে আপনি আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছেন এটা বাইরে থেকে ভালো দেখায়। এখানে অনেক খ্যাতি এবং সম্মান আছে, কিন্তু অভ্যন্তরীণভাবে খেলোয়াড়দের মানসিক এবং শারীরিকভাবে বাড়তি চাপ থাকে এবং এটি শুধুই গাঙ্গুলি, ধোনি বা বিরাটের ক্ষেত্রে নয়। এমনকি ভবিষ্যত অধিনায়করাও এমন চাপ অনুভব করবে। এটা একটা কঠিন কাজ।’