ইংল্যান্ড - ভারত সিরিজ

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:53 শুক্রবার, 22 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ না করেই দেশে ফিরেছিল ভারত। এরপরই দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল আবারও মাঠে গড়াবে স্থগিত হওয়া সিরিজের পঞ্চম টেস্টটি। অবশেষে নতুন সূচি অনুযায়ী ২০২২ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী এই তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যেই ম্যাচটির সময় ও ভেন্যু ঠিক করা হয়েছে। ১-৫ জুলাই এজবাস্টনে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া সিরিজের শেষ টেস্টটি।

পুনরায় টেস্ট আয়োজন প্রসঙ্গে টম হ্যারিসন বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে এক মতে পৌঁছাতে পেরেছি এবং এখনও পর্যন্ত এটি একটি দুর্দান্ত সিরিজ।

এর আগে এ বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের পঞ্চম টেস্ট চলাকালে অনুশীলন ক্যাম্পের আশেপাশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজের শেষ টেস্টটি স্থগিত করা হয়।

এই সিরিজেই চতুর্থ টেস্ট চলাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতের কোচিং প্যানেলের রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল। এর ফলে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।

চতুর্থ টেস্ট চললেও পরবর্তীতে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। যদিও তাঁদের সবারই ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু পঞ্চম টেস্ট শুরুর আগে করোনা পজিটিভ হয়েছিলেন ভারত দলের আরও এক সদস্য। এরপর পঞ্চম টেস্ট স্থগিত করে দেশে ফিরে আসে ভারত।