টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:12 শুক্রবার, 22 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৭ সালের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। বিপরীতে এবারই প্রথম আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম। অভিজ্ঞতায় কোহলির চেয়ে ঢের পিছিয়ে বাবর। যে কারণে পাকিস্তান অধিনায়ককে কোহলির কাতারে দেখছেন না ওয়াসিম আকরাম। তবে কোহলি পর্যায়ে বাবর এগিয়ে যাচ্ছে বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।

ব্যাটার কোহলির সঙ্গে প্রায়শই বাবরের তুলনা করা হয়। যদিও পরিসংখ্যানে বেশ খানিকটা পিছিয়ে পাকিস্তানের অধিনায়ক। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত-পাকিস্তান। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে বাবর-কোহলির তুলনা।

আইসিসির কোনো আসরে প্রথমবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দিবেন বাবর। যে কারণে শিরোপার লড়াইয়ে নামার সুুযোগ হয়নি তাঁর। এদিকে কোহলির অধিনায়কত্ব করলেও এখনও পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্টে শিরোপা জিততে পারেননি তিনি।

অধিনায়ক হিসেবে এবারই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কোহলি। তাই এবারের আসরে তাঁর সামনে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ থাকছে। অন্যদিকে প্রথম বিশ্বকাপ মিশনে নিজেকে প্রমাণ করার সুযোগ পাকিস্তান অধিনায়কের। তাই এই দুজনকে তুলনা করা ঠিক হবে না এমনটাই মনে করেন আকরাম।

এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘বিরাট কোহলি একজনই। কয়েক বছর ধরে সে প্রচুর রান করছে এবং বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে। সে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। বাবর আজম মাত্রই দলের অধিনায়কত্ব পেয়েছে। কিন্তু সব ধরনের ক্রিকেটেই তাঁর কৌশল খুবই ভালো।’

বাবর আজমের নেতৃত্ব প্রসঙ্গে আকরাম আরও বলেন, ‘সে নেতৃত্ব শিখছে এবং দ্রুত উন্নতি করছে। তাই কোহলির সঙ্গে তার তুলনা করা ঠিক হবে না। তবে কোহলি এখন যে অবস্থানে আছে বাবর সে দিকেই এগিয়ে যাচ্ছে।’