আইপিএল

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:12 শুক্রবার, 22 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়ম অনুযায়ী নতুন মৌসুমে সর্বোচ্চ দুই জন করে ক্রিকেটার ধরে রাখতে পারত ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন নিয়মে আগামী মৌসুম থেকে দুই জনের পরিবর্তে সর্বোচ্চ চার জন ক্রিকেটার ধরে রাখতে পারবে তারা।

আগামী বছর থেকে আট দলের পরিবর্তে ১০ দল নিয়ে মাঠে আইপিএলের আসর। তাতে দুইজনের পরিবর্তে প্রথমে তিন জন ক্রিকেটার ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুমতি পাবে বলে গুঞ্জন উঠেছিল। যদিও সেখানে পরিবর্তন আসতে যাচ্ছে।

এক প্রতিবেদনে ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, তিন জন নয় চার জন ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম করতে যাচ্ছে বিসিসিআই। যেখানে ভারতের সর্বোচ্চ তিনজন এবং দুইজন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে দলগুলো। ধারণা করা হচ্ছে আগামী ২৫ অক্টোবর এ বিষয়ে দলগুলোকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হবে।

ক্রিকবাজের দেয়া তথ্য অনুযায়ী, ২০২২ আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটার কিনতে সর্বোচ্চ ৯০ কোটি রুপি খরচ করতে পারবে দলগুলো। আর ক্রিকেটারদের সঙ্গে দলগুলোর চুক্তি হবে মোট দুই বছরের।

কোনো দল সর্বোচ্চ চার জন ক্রিকেটার ধরে রাখতে চাইলে ৯০ কোটির মধ্যে ৪০-৪৫ শতাংশ খরচ করতে পারবে। আর কোনো ক্রিকেটার ধরে না রাখতে চাইলে সেক্ষেত্রে বেধে দেয়া নির্দিষ্ট পরিমাণ অর্থের মধ্যে থেকে ৩৬-৪০ শতাংশ খরচ করতে পারবে।

এ ছাড়া আইপিএলের বর্তমান আটটি দলকে জানিয়ে দেয়া হয়েছে যে, নতুন আসা দুটি দল নিলামের বাইরে থেকে দুই থেকে তিনজন ক্রিকেটার বাছাই করতে পারবে। এটি তখনই প্রযোজ্য হবে যখন ভারতের দু’জন তারকা ক্রিকেটার সহজলভ্য থাকবে না।