টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:57 শুক্রবার, 22 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের অন্যতম ফেভারিট ভারত। প্রস্তুতি ম্যাচেও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। যেখানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি ভারত। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ হওয়ায় নক আউট পর্বে যে কেউ তাদেরকে হারিয়ে দিতে পারে বলে মনে করেন নাসের হুসেন।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০১৪ সালে ফাইনাল খেললেও শ্রীলঙ্কার কাছে শিরোপা হাতছাড়া করতে হয়েছিল তাদের। এবারের বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানলেও প্রতিপক্ষের কোন ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্স তাদেরকে ভোগাতে পারে। 

এ প্রসঙ্গে নাসের বলেন, ‘তারা ফেভারিট। আমি বলছি না যে তারা নিশ্চিত ফেভারিট, কারণটা হলো ফরম্যাট। ম্যাচ যত ছোট, ততই কিছু ঘটনা ঘটে। একটি দারুণ ব্যক্তিগত পারফরম্যান্স, ৭০ কিংবা ৮০ রান অথবা ৩টি দারুণ ডেলিভারি হঠাৎই বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই যে কোনো নকআউট ম্যাচে যে কেউ ভারতকে বিপর্যস্ত করতে পারে।’

বড় ম্যাচগুলোতে ভারতকে নিয়ে সমর্থদের ব্যাপক প্রত্যাশা থাকে। তবে বাঁচা-মরার লড়াইয়ে ভারতের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে ঘুরে দাঁড়াতে পারে না তারা। এমন অবস্থায় ভারতের প্ল্যান বি নেই বলে মনে করেন নাসের। এটা তাদের জন্য বড় সমস্যা বলে জানান তিনি। 

নাসের বলেন, ‘যখন তারা এই পর্যায়ে খেলে, আপনি দেখুন না নিউজিল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপ ম্যাচে কী হলো। লো স্কোরিং ম্যাচ, কিন্তু তাদের ছিল না প্ল্যান বি। খুব ভালো একটি নিউ জিল্যান্ড দলের কাছে গুটিয়ে গেল (৭৯ রানে)। তাই এটা তাদের জন্য সমস্যা হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নকআউট ম্যাচ, অনেক প্রত্যাশা, প্রত্যেকে ভাবে তারা জিতবে। তাদের ভাবার কারণ বুঝবেন তাদের লাইন আপের দিকে তাকালে, সেখানে সবকিছু আছে।’