টি- টোয়েন্টি বিশ্বকাপ

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:21 শুক্রবার, 22 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বিধ্বংসী এই একাদশের যে কেউ এককভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন স্যামুয়েল বদ্রি। এই কারণে উইন্ডিজকে আসরের সবচেয়ে ফেভারিট মানছেন তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের দলে রয়েছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারদের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞরা। যেকোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তারা। যে কারণে উইন্ডিজের হাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দেখছেন অনেকে।

চাপের মুখে স্নায়ুচাপ ধরে রেখে ম্যাচ জেতাতে ওস্তাদ উইন্ডিজের ব্যাটাররা। দলের ক্রিকেটারদের এমন গুনাবলির কারণে ওয়েস্ট ইন্ডিজ আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বলে মানছেন বদ্রি। এছাড়া পাওয়ার হিটিং দক্ষতার কারণে গেইল-পোলার্ড-ব্রাভো বন্দনায় মাতেন তিনি।

এ প্রসঙ্গে বদ্রি বলেন, ‘অনেকে ওদের ফেভারিট হিসেবে মনে করছে। এই দলটিতে কয়েকজন ম্যাচ উইনার থাকায় তাদের চিন্তাভাবনা যুক্তিসঙ্গত। ক্রিকেটারদের মধ্যে যে কেউ এককভাবে একটি ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে গেইল, পোলার্ড এবং ব্রাভো ছাড়াও অনেকে রয়েছে। চাপের মধ্যে ওদের শান্ত থাকার ক্ষমতাসহ আরো বেশ কিছু বিষয়ের কারণে ওদের মূল্যায়ন করতেই হবে।’

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল উইন্ডিজ। সেই আসরে সুপার টেনের প্রথম ম্যাচেও ইংল্যান্ডকে হারিয়েছিল তারা। এবারের আসরেও প্রথম ম্যাচে উইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড।

উইন্ডিজের সাবেক এই লেগস্পিনার বলেন, ‘আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে ওয়েস্ট ইন্ডিজ আত্মবিশ্বাসী রয়েছে। ম্যাচটি খুবই আকাঙ্খিত। তারা (উইন্ডিজ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য ফাইনাল জিতেছিল। সেই বছর সুপার টেনের প্রথম ম্যাচেও গেইলের দুর্দান্ত সেঞ্চুরিতে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। তাই যখন টি-টোয়েন্টি বিশ্ব কাপ আসে ওয়েস্ট ইন্ডিজ সবসময় উঁচুতেই থাকে।’