টি- টোয়েন্টি বিশ্বকাপ

রাহুল-শামিতেই বাজি ব্রেট লি'র

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:04 শুক্রবার, 22 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ব্যাট হাতে লোকেশ রাহুল ও বল হাতে দারুণ ছন্দে রয়েছেন মোহাম্মদ শামি। দুর্দান্ত ফর্মে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তারা দুজনই। এই দুই ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ ব্রেট লি। টি-টোয়েন্টি বিশ্বকাপে রাহুল সর্বোচ্চ রান সংগ্রাহক ও শামি সর্বোচ্চ উইকেট শিকারি হবেন- এমনটাই প্রত্যাশা করছেন লি।

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের হয়ে ৬২৬ রান করে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাহুল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। ইংলিশদের বিপক্ষে ২৪ বলে ৫১ রানের ইনিংসের পর অজিদের বিপক্ষে করেছিলেন ৩৯ রান।

এদিকে আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সি গায়ে ২০.৭৮ গড়ে ১৯টি উইকেট নিয়েছিলেন শামি। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার। তাই গতি দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাবু করতে পারা শামি ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ৪০ এর বেশি গড়ে ব্যাটিং করা রাহুলকে নিয়েই বাজি ধরছেন লি।

এ প্রসঙ্গে লি বলেন, ‘আমার মনে হয় ভারত সবচেয়ে ফেভারিট কারণ তাদের সেরা চার থেকে পাঁচজন ব্যাটার ও দারুণ বোলিং ইউনিট রয়েছে। আমি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রাহুলকে এবং সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শামিকে বেছে নেব। ওরা গত কয়েক মাস ধরে দারুণ খেলছে।’

নিজের দেশ অস্ট্রেলিয়ার পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এখনো অধরা। সেই আক্ষেপ প্রতিটি অস্ট্রেলিয়ানের মতো লি’কেও কুঁড়ে কুঁড়ে খায়। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া শিরোপা জিতবে এমনটিও আশা রাখেন তিনি।

সাবেক অজি পেসার বলেন, ‘এটি আইসিসির একমাত্র টুর্নামেন্ট যে সংস্করণে অস্ট্রেলিয়ার পুরুষ দলের ক্রিকেটাররা সফল হয়নি। তাই আমরা অস্ট্রেলিয়ানরা এই টুর্নামেন্টে সফল হওয়ার জন্য ক্ষুধার্ত। আমার প্রত্যাশা হচ্ছে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট জিতবে। আমি জানি নিঃসন্দেহে তাদেরও এমন চাওয়া রয়েছে। কিন্তু আপনি যদি এগিয়ে না যান এবং মানিয়ে নিতে না পারেন তাহলে আপনি সফল হবেন না।’