টি- টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখছেন স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:36 বৃহস্পতিবার, 21 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত, এমনটাই মনে করছেন স্টিভ স্মিথ। দলে ম্যাচ উইনার ক্রিকেটার বেশি থাকায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যাচটিতে স্মিথ রান করলেও হেরে যায় অস্ট্রেলিয়া।

দুবাইতে আগে ব্যাটিং করে স্মিথের হাফ সেঞ্চুরিতে ১৫২ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ভারত সেই লক্ষ্য ১৩ বল ও নয় উইকেট হাতে রেখে অতিক্রম করে।

স্মিথ বলেন, ‘ভারত অসাধারণ দল। তাদের প্রত্যেকটা জায়গার ভিত শক্তিশালী এবং দলটিতে অনেক ম্যাচ উইনার ক্রিকেটার আছে। শেষ কয়েক মাস ধরে তাদের সবাই এখানে খেলছে। সেই অভিজ্ঞতা নিশ্চিতভাবে কাজে লাগাতে চাইবে তারা।’

এদিকে ভারতের বিপক্ষে রানে ফেরায় স্বাচ্ছন্দ্যে আছেন স্মিথ। ৫৭ রানের ইনিংস খেলার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ না হলেও কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন স্মিথ।

তিনি আরও বলেন, ‘এখন বলকে খুব ভালোভাবে মারতে পারছি। আইপিএলে এবার খুব বেশি ম্যাচ খেলা না হলেও নেটে অনেক সময় কাটিয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টাও ছিল।’