টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাবর দ্রুত ফিরলেই বিধ্বস্ত হবে পাকিস্তান!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 বৃহস্পতিবার, 21 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনার জন্ম দিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। যতই দিন এগোচ্ছে উপমহাদেশের দুই পরাশক্তির দ্বৈরথপূর্ণ ম্যাচটি বাড়তি উত্তাপ ছড়াচ্ছে। এই দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে আলোচনায় মশগুল বর্তমান থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। তাতে সামিল হয়েছেন মন্টি পানেসারও। বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচে ফর্মের বিচারে বিরাট কোহলিদেরই এগিয়ে রাখছেন পানেসার।

সেই সঙ্গে পাকিস্তানকে ধরাশায়ী করতে ভারতের পেসারদের টোটকাও দিয়েছেন সাবেক এই ইংলিশ স্পিনার। ওপেনার বাবর আজমকে আগেভাগেই আউট করতে পারলে পাকিস্তানকে বিধ্বস্ত করা সম্ভব বলে মতামত জানিয়েছেন তিনি।

আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে বাবর ও শাহিন শাহ আফ্রিদি ভারতের জন্য হুমকির কারণ হতে পারেন বলে মনে করছেন পানেসার। আর বাবর আজমকে ভারতের বোলাররা শুরুতেই আউট করতে পারলে তাসের ঘরের মতো পাকিস্তান ভেঙে পড়বে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পানেসার বলেন, ‘পাকিস্তানের জন্য বাবর ও শাহিন দলের চাবিকাঠি। শাহিন দুর্দান্ত বাহাতি পেসার এবং ওর চোখ থাকবে ভারতের উইকেটগুলোর ওপর। সে কারণে আমি নিশ্চিত কোহলি ও রাহুল বাঁহাতি পেসারদের বিপক্ষে পর্যাপ্ত অনুশীলন করেছে। যদি ভারতের বোলাররা বাবরের উইকেটটি আগেভাগে তুলে নিতে পারে তারা পাকিস্তানকে তাসের ঘরের মতো ধ্বংস করতে পারে।’

খেলার মাঠে অসম্ভবকে সম্ভব করে অবিশ্বাস্য সব কাণ্ড ঘটানোয় ক্রিকেটে পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল টিম। অনেক সময় সহজ ম্যাচকে কঠিন করে হারার পাশাপাশি কঠিন জায়গা থেকে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তাদের। তাই ভারতের বিপক্ষে ম্যাচের ফলাফল কী হতে পারে সে বিষয়ে মতামত জানাতে নারাজ পানেসার। তবে এই ম্যাচে পাকিস্তান চাপে থাকবে বলে উল্লেখ করেছেন তিনি।

পানেসার বলেন, ‘আপনি পাকিস্তানকে নিয়ে কখনোই ভবিষ্যদ্বাণী করতে পারবেন নাহ। এই বিষয়টিতে কেবল পাকিস্তানই নিজেদের হারিয়ে দিতে পারে। তাদের সেরা দিনে তারা বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে। পাকিস্তান এবার সত্যিই অনুপ্রাণিত এবং কোনো দলকে ছাড় দেবে না। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সামগ্রিক রেকর্ড বিবেচনায় ভারত এগিয়ে রয়েছে। পাকিস্তান চাপে থাকবে কিন্তু ভারত নয়।’