টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ দলের প্রেস কনফারেন্স বয়কট

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:19 বুধবার, 20 অক্টোবর, 2021

|| সৈয়দ সামি, মাসকাট থেকে ||

টানা তিন জয় নিয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকেট কাটার স্বপ্ন নিয়ে ওমানে এসেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে দ্বিতীয় পর্বে খেলা নিয়েই শঙ্কা জেগেছিল। যদিও ওমানের বিপক্ষে কষ্টার্জিত জয়ে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বুধবার স্থানীয় সময় সাড়ে ৫ টায় বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনের কথা ছিল। যদিও নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পরেও সংবাদ সম্মেলনে উপস্থিত হননি বাংলাদেশ দলের কেউ।

এর ফলে সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেন ওমানে অবস্থান করা বাংলাদেশের সাংবাদিকরা। সেই সঙ্গে এই সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশে অবস্থান করা ক্রীড়া সাংবাদিকরাও। করোনা পরিস্থিতির কারণে অন্যান্য সিরিজগুলোতে এই সাংবাদ সম্মেলনগুলো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে গত এক বছরেরও বেশি সময়।

আইসিসির এই বিশ্ব আসরে সামনে সংবাদ সম্মেলনে সরাসরি অংশ নেয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সব সাংবাদিকরা। এমনকি বাইরে থেকেও ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার সুযোগ সুবিধা রেখেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

যদিও পাপুয়া নিউগিনি ম্যাচের আগে ঘণ্টা দুয়েক অপেক্ষার পরও বাংলাদেশের কেউ আসেননি। এমন বিলম্বে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আল আমারাত ক্রিকেট অ্যাকাডেমীর দায়িত্বে থাকা আইসিসির মিডিয়া ম্যানেজারদেরও। যদিও তারা বেশ কয়েকবার দুঃখপ্রকাশ করেছেন।