টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ বিশ্বকাপের পাঞ্জাব কিংস: আকাশ চোপড়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 বুধবার, 20 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে বাংলাদেশের জয়ের পরিসংখ্যান মোটেও চোখে পড়ার মতো নয়। তবে টাইগারদের লড়াকু পারফরম্যান্স বরাবরই প্রশংসা কুড়ায়। যেমনটা পাঞ্জাব কিংসকে দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। যে কারণে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে পাঞ্জাব হিসেবে আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া।

আইপিএলের নিয়মিত মুখ হলেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ পাওয়া হয়নি পাঞ্জাবের। ২০১৪ সালে টুর্নামেন্টটির ফাইনালে উঠলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হার দেখতে হয়েছিল তাদের। তবুও পাঞ্জাবের সমর্থকদের মাঝে প্রত্যাশার কমতি নেই।

যদিও অনেক জেতা ম্যাচ হেরে সমর্থকদের হতাশ করেছে তারা। আবার কখন কখনও হারা ম্যাচ জিতে ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেও পাঞ্জাব। এদিকে বাংলাদেশের বিশ্বকাপ পরিসংখ্যান সুখকর না হলেও সমর্থকরা বরাবরই বড় স্বপ্ন দেখে। 

পাঞ্জাবের মতো বাংলাদেশও অনেক সময় জেতা ম্যাচ হেরে যায় আবার হারা ম্যাচ জিতে যায়। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে এমনই চিত্র দেখা গেছে। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা ৫৩ রানে ৬ উইকেট নিলেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। 

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ১৫৩ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ওমান। প্রায় ১৫ ওভার পর্যন্ত ম্যাচে ছিল স্বাগতিকরা। এরপর সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দ্রুত উইকেট তুলে নিলে ২৬ রানের জয় পায় বাংলাদেশ। 

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টাইগাররা এমন জয় পাওয়ার পর মাহমুদউল্লাহর দলকে পাঞ্জাবের সঙ্গে তুলনা করেছেন আকাশ। এ প্রসঙ্গে টুইটারে আকাশ বলেন, ‘বাংলাদেশ কি টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঞ্জাব কিংস? নিশ্চিত বিনোদন।’