পাকিস্তান ক্রিকেট

‘শরীর’ দিয়ে বিচার করা দুঃখজনক: আজম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 বুধবার, 20 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটে ফিটনেস বরাবরই গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে বেশ কয়েকজন ক্রিকেটার ফিটনেস ছাপিয়ে স্কিল আর প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এই তালিকায় নবীনদের একজন আজম খান। স্বাস্থ্যবান হওয়ায় তাঁকে অনেকেই তাঁর শরীর দিয়ে বিচার করে থাকেন, যেটাকে দুঃখজনক বলছেন স্বয়ং আজম খানই!

২২ বছর বয়সী আজম পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে। গতবছর থেকে নির্বাচকদের নজরে থাকলেও অতিরিক্ত ওজনের কারণে সুযোগ মিলছিল না তাঁর। জাতীয় দলে জায়গা পেতে ফিটনেস নিয়ে লম্বা সময় কাজ করেছেন তিনি।

অবশেষে সুযোগ পেয়েছেন পাকিস্তানের জার্সিতে। কিন্তু এখনও পাকিস্তানের সমর্থকরা তাঁর শরীর নিয়ে নেতিবাচক কথা বলে, ব্যাপারটাকে দুঃখজনক বলছেন এই ক্রিকেটার। তবে এসব কটাক্ষ তাঁকে কঠিন পরিশ্রম করতে অনুপ্রেরণা দেয়।

আজম বলেন, ‘এটা অনেক সময় ঘটে কিন্তু এখন আমি আর এসব নিয়ে ভাবি না। আমার আড়ালে মানুষ যা ইচ্ছা বলতে পারে। আমি শুধুই নিজেকে নিয়ে ভাবছি। এই পরিবর্তনটা খুবই ধীর গতিতে হয়, এখানে অলৌকিক কিছু ঘটছে না। আমার জন্য একজন ফিটনেস কোচ রাখা হয়েছে। এটা দুঃখজনক যে, মানুষ আপনাকে শরীর দিয়ে বিচার করছে কিন্তু এটাকে আমি অনুপ্রেরণা হিসেবে দেখি।’

এ বছর ৩০ কেজি ওজন কমিয়েছেন আজম। পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। আজম জানিয়েছেন, বাবা সাবেক ক্রিকেটার বলে জাতীয় দলে জায়গা নিয়েও তাঁকে কথা শুনতে হয়।

আজম বলেন, ‘আমি একজন কিংবদন্তি ক্রিকেটারের ছেলে তাই মানুষ ভাবে আমি বাবার জন্য দলে খেলছি, এটা ঠিক না। এখানে খেলতে আপনার বেশ কিছু গুণ থাকতে হবে। জাতীয় দলের হয়ে খেলাটা সহজ কিন্তু জায়গা ধরে রাখা খুবই কঠিন কাজ তাই প্রতিনিয়ত কঠিন অনুশীলন করছি।’