ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

বিশ্বকাপে অ্যালেনের বদলি আকিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:48 বুধবার, 20 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়ানোর আগেই গোড়ালির চোটে পড়ায় আসরটি থেকে ছিটকে গেছেন ফ্যাবিয়ান অ্যালেন। তাঁর বদলি হিসেবে রিজার্ভ ক্রিকেটার আকিল হোসেইনকে দলে সংযুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিরিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে অসাধারণ বোলিং করার পুরস্কার হিসেবে মূল দলে সুযোগ পেলেন তিনি।

সদ্যই শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের হয়ে খেলার সময় গোড়ালির চোটে পড়েছিলেন অ্যালেন। সেই চোট মাথাচাড়া দিয়ে ওঠায় স্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাঁর।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ও নয়টি ওয়ানডে খেলেছেন আকিল। ক্যারিরিয়ানদের হয়ে ওয়ানডেতে ১৪টি উইকেট শিকার করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট খরা কাটাতে পারেননি তিনি।

যদিও সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি গায়ে মিতব্যায়ী বোলিংয়ের পাশাপাশি মোট ১৩টি উইকেট শিকার করেছিলেন আকিল। পুরো আসরে ১৫.৯২ গড়ে বোলিং করায় রিভার্জ তালিকা থেকে ব্র্যাভো ও হোল্ডারকে ছাপিয়ে মূল দলে সুযোগ পান তিনি।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় আকিলের। এরপর গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।

আকিলকে ১৫ সদস্যের দলে সংযুক্ত করার পর রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন গুডকেশ মতি। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ড্যারেন ব্র্যাভো, শেলডন কটরেল ও জেসন হোল্ডারের সঙ্গে রিজার্ভ তালিকায় স্থান পেয়েছেন এই অর্থোডক্স স্পিনার।