শ্রীলঙ্কা - বাংলাদেশ সিরিজ

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশের যুবারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:36 বুধবার, 20 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও শ্রীলঙ্কা সফরে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দুই ম্যাচের পর সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। তাতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশের যুবারা।

জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ১৪ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। এরপর তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন শেভন ড্যানিয়েল ও পবন পাথিরাজা। তাদের দুজনের ৭৫ রানের জুটি ভাঙেন আহসান হাবিব। 

৪২ বলে ৩১ রানের ইনিংস খেলে পাথিরাজা আউট হলে ভাঙে তাদের দুজনের জুটি। এরপর থিতু হতে পারেননি রাভিন ডি সিলভা, দুনিথ ওয়াল্লাগে, লাহিরু ডেয়াতাগে। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয় এনে দেন ড্যানিয়েল। ১১৭ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলে লঙ্কানদের ৩ উইকেটের জয় এনে দেন তিনি। বাংলাদেশের হয়ে মুশফিক হাসান তিনটি উইকেট নিয়েছেন। 

এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মাহফিজুল ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ফিরে যান তাহজিবুল ইসলামও। দুজনকেই শূন্য রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ভিনুজা রানপুল।

এরপর দলীয় ৪৩ রানে ইফতেখার হোসেন ও দলীয় ৪৫ রানে আব্দুল্লাহ আল মামুনের উইকেট হারায় যুবারা। ইফতেখার ২৫ রানে ফিরলেও রানের খাতা খুলতেই পারেননি মামুন। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে যোগ দেন ২৩ রান করা আইচ মোল্লাহ, মেহরাব ও আরিফুল ইসলাম।

শেষ পর্যন্ত আশিকুর জামানের অপরাজিত হাফ সেঞ্চুরি, হাবিবের ৩৩ ও নাইমুরের ২৭ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। লঙ্কান বোলারদের হয়ে তিনটি করে উইকেট নেন ডি সিলভা ও রানপাল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৮৪/১০ (৪৯.৩) (আশিকুর ৫৪*, হাবিব ৩৩, নাইমুর ২৭, ইফতেখার ২৫; রানপাল ৩/৩২, ডি সিলভা ৩/৩৮)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ১৮৮/৭ (ওভার ৪৬.৪) (ড্যানিয়েল ৮৫*, সাহান ৩৮*, পাথিরাজা ৩১; মুশফিক ৩/৪৬, হাবিব ২/২৪)