ইংল্যান্ড ক্রিকেট

দলের প্রয়োজনে সরে দাঁড়াতে প্রস্তুত মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:04 বুধবার, 20 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়ন মরগানের অফফর্ম। দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছেন তিনি। এ কারণে বিশ্বকাপে ইংল্যান্ডের মূল একাদশে খোদ অধিনায়ক মরগানের জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। এমন সমালোচনার মুখে দল চাইলে নিজে সরে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন মরগান।

সদ্যই শেষ হওয়া আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১১.০৮ গড়ে ১৩৩ রান করেছেন মরগান। নিজে অফফর্মে থাকলেও অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও কলকাতার ফাইনালে ওঠার কৃতিত্ব প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকেই দিয়েছেন অনেকে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে রয়েছেন জস বাটলার, জেসন রয়, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও মঈন আলীর মতো তারকারা। যদিও চোটে কারণে লিভিংস্টোনের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে এই ব্যাটারদের সবাই পুরোপুরি ফিট থাকলে অধিনায়ক মরগানের দলে জায়গা পাওয়া নিয়েই সন্দেহ রয়েছে। এমন মুহূর্তে দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন মরগান।

মরগান বলেন, ‘ব্যাটিং প্রসঙ্গে যদি বলেন আমি এখানে আসতেই পারতাম না; যদি আমার অফফর্মগুলো অতিক্রম করতে না পারতাম। টি-টোয়েন্টিতে আমি যেখানে ব্যাটিং করি সেখানে অনেক ঝুঁকি নিতে হয়। আমি সেগুলোই করে আসছি। আসলে আপনাকে এর সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার দায়িত্বটাই এমন। তাই আমি সেই ঝুঁকি নেওয়া চালিয়ে যাব যদি দলের প্রয়োজনে তারা আমাকে চায়। যদি তারা না চায় তাহলে আমি এমনটা করব না।’

রান না পেলেও সাম্প্রতিক সময়ে নিজের অধিনায়কত্বের ধরন নিয়ে খুশি মরগান। দলের প্রয়োজনে রান করা এবং অধিনায়কত্ব- দুটো বিষয়কে সবসময় আলাদাভাবে প্রাধান্য দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। মাঠে অবদান রাখতে না পারলেও দলের অধিনায়কের ভার সামলানোর কাজটা বেশ উপভোগ করেন তিনি।

এই ইংলিশ ব্যাটার বলেন, ‘আমি রানের মধ্যে নেই কিন্তু আমার অধিনায়কত্ব বেশ ভালো হচ্ছে। আমি সবসময় রান করা এবং অধিনায়কত্ব এই দুই বিষয়কে আলাদাভাবে দেখেছি এবং চ্যালেঞ্জ নিয়েছি। আমিতো আর বোলার নই, বয়সও একটু একটু করে বাড়ছে, মাঠে হয়ত তেমন অবদান রাখতে পারি না, তবে আমি অধিনায়কের ভূমিকা পালন করতে পছন্দ করি।’