ভারতীয় ক্রিকেট

এখনো যে কারো সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারেন ধোনি!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:58 বুধবার, 20 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রায় দলের সঙ্গে মেন্টর হিসেবে আছেন মহেন্দ্র সিং ধোনি। আইসিসির সব ধরনের ট্রফি জিতে নেয়া ধোনিকে দলে পেয়ে উচ্ছ্বসিত লোকেশ রাহুল। কিছুদিন আগেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতে আসা ধোনিকে এখনো ফিট মনে করছেন তিনি।

ধোনি চাইলে দলের যে কাউকে প্রতিযোগিতায় ফেলতে পারেন, এমনটাই বিশ্বাস উইকেটরক্ষক ব্যাটার রাহুলের। রানিং বিটুইন দ্য উইকেটে ধোনির সেই চিরচেনা সামর্থ্যের কথাও মনে করিয়ে দিলেন হার্ডহিটার এই ব্যাটসম্যান।

রাহুল বলেন, 'ধোনি আমাদের এখনও প্রতিযোগিতায় ফেলতে পারেন। এখনো তিনি অনেক বড় শট খেলতে পারেন। তার এখনো অনেক শক্তি। রানিং বিটুইন দ্য উইকেটেও তিনি অসাধারণ। তাকে অনেক ফিট দেখায়। তাকে দলে পাওয়াটা আসলেই দারুণ।'

ধোনির অধীনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রাহুলের। ক্রিকেটীয় মেন্টর হিসেবে এখনো সেই ধোনিকেই দেখেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

রাহুল বলেন, 'আমরা তার অধীনে খেলেছি। যখন তিনি আমাদের অধিনায়ক ছিলেন, তখনও আমরা তাকেই মেন্টর হিসেবে দেখতাম। অধিনায়ক হিসেবে ড্রেসিং রুমে আমরা তাঁকে ভালোবাসতাম।'

তিনি আরও বলেন, 'ধোনি শান্ত থাকেন। সেটা আমাদের বেশি পছন্দ ছিল। আমাদের সাহায্য করার জন্য বারবার আমরা তার কাছে ছুতে যেতাম। তার সঙ্গে গত দুইদিন বেশ ভালো গিয়েছে। মাঠের ক্রিকেটেও তার ক্রিকেটীয় মস্তিষ্ক কাজে লাগাতে চাই।'