অস্ট্রেলিয়া ক্রিকেট

বিতর্কিত কাণ্ডে পুলিশের হাতে আটক মাইকেল স্ল্যাটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:25 বুধবার, 20 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিতর্কিত সব কাণ্ড ঘটিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের শিরোনাম হয়েছেন মাইকেল স্ল্যাটার। বরবারের মতো এবারও বিতর্কিত কাণ্ডে আলোচনায় এসেছেন তিনি। পারিবারিক সহিংসতার কারণে পুলিশের হাতে আটক হয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

বুধবার (২০ অক্টোবর) সিডনির উত্তরাঞ্চলীয় সৈকতের ম্যানলির একটি বাড়ি থেকে স্ল্যাটারকে আটক করে পুলিশ। আটকের পর তাকে ম্যানলি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ অক্টোবরের এক ঘটনার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের পরে স্ল্যাটারকে আটক করা হয়। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছেন তিনি।

মাস কয়েক আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্ল্যাটার। সেই ঘটনার পরপরই চ্যানেল সেভেনের ভারাভাষ্যকারের পদ থেকে চাকরি হারিয়েছিলেন তিনি।

এর আগে গত মে মাসে মালদ্বীপে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন স্ল্যাটার। দেশটির তাজ কোরাল রিসোর্টে বাগযুদ্ধ এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলেও খবর প্রকাশিত হয়।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেছেন স্ল্যাটার। এই দুই ফরম্যাট মিলিয়ে ৬ হাজার ২৯৯ রান করেছেন সাবেক এই ওপেনার।