টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেরা ক্রিকেট খেলতে পারলে ওমানের বিপক্ষে জিতব: হেরাথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:24 মঙ্গলবার, 19 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। তাতে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ ওমানের বিপক্ষে জয় পাবে বলে মনে করেন রঙ্গনা হেরাথ।

স্কটল্যান্ডের বিপক্ষে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার দেখতে হয়েছিল টাইগারদের। ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও বোলাররা ছিলেন দুর্দান্ত। যেখানে সাকিব আল হাসান ও শেখ মেহেদি হাসানরা স্কটিশ ব্যাটারদের চেপে ধরেছিল।

তবুও জয় পাওয়া হয়নি টাইগারদের। স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর কারণে আত্মবিশ্বাস পাচ্ছে বলে মনে করেন হেরাথ। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ওমান।

উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এমন বড় জয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে খানিকটা আত্মবিশ্বাসী ওমান। মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে নিজেদের সেরা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। 

এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘স্কটল্যান্ডের ছেলেরা আমাদের চেয়ে ভালো খেলেছে। শুরুতে আমরা ভালো বোলিং করেছিলাম, কিন্তু শেষদিকে খরুচে বোলিং হয়েছে। শেষপর্যন্ত লক্ষ্য স্পর্শ করতে পারিনি। জয় পরাজয় অবশ্য খেলারই অংশ। দেশে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভালো দুটি সিরিজ কাটিয়েছি, যা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।’

বাংলাদেশের স্পিন পরামর্শক আরও বলেন, ‘ব্যাটিং ও বোলিংয়ে কিছু উন্নতির জায়গা আছে। মেহেদী ও সাকিব বেশ ভালো বোলিং করেছে। ওমানের খেলা দেখেছি। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে দারুণ ব্যাটিং ও বোলিং করেছে। আমাদের ছেলেরা অনেক স্মার্ট এবং অভিজ্ঞ। আমাদের সেরা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে ওমানের বিপক্ষে জিততে পারব।’