ভারতীয় ক্রিকেট

১৪ বছরের অপেক্ষার প্রহর শেষ হবে, প্রত্যাশা গম্ভীরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:53 মঙ্গলবার, 19 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১৪ বছরের শিরোপা ক্ষরা কাটিয়ে উঠবে ভারত, এমনটাই প্রত্যাশা গৌতম গম্ভীরের। দেশটির সাবেক ওপেনার মনে করেন বিরাট কোহলির জন্য নয়, শিরোপা জেতার জন্য এমনিতেই মুখিয়ে আছে ভারতের ক্রিকেটাররা।

অধিনায়ক হিসেবে এটাই বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর থেকে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যান হিসেবে খেললেও অধিনায়কত্ব করবেন না তিনি।

কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে বিদায় জানাতে ভারতীয়রা শিরোপা জিততে চাইবে, এমনটা মনে করেন ভারতের সাবেক ক্রিকেটাররা। যদিও গম্ভীর ভাবছেন ভিন্ন কথা।

তিনি বলেন, 'সবাই চাইবে টি-টোয়েন্টি শিরোপা জিততে। আমি নিশ্চিত, দলের প্রত্যেকেই চাইবে ১৪ বছরের শিরোপা ক্ষরা কাটিয়ে উঠতে। বিরাট কোহলি শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবে, এ কারণে নয়; ভারতের ক্রিকেটাররা এমনিতেই শিরোপা জিততে চাইবে। আর বিরাট যদি নেতা হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই যায়- তাহলে এটা আরও দারুণ হবে।'

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। সেবারের ভারতীয় দলে ছিলেন গম্ভীরও। এরপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলা হয়নি ভারতের।

২০১১ সালে আবারো ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। সেবারও দলে ছিলেন গৌতম গম্ভীর। দুটি ফাইনালেই হাফ সেঞ্চুরি করেছিলেন গম্ভীর।