টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়াকে সহজেই হারাল শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:40 সোমবার, 18 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বোলারদের কল্যাণে নামিবিয়াকে মাত্র ৯৬ রানে আটকে দিয়েছিল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে বাকি কাজটা সারেন ব্যাটাররা। তাতে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো লঙ্কানরা।

জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল পেরেরা ও পাথুম নিশানকা। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন মোটে ১৪ রান। ট্রামপেলমানের বলে ১১ রান করা পেরেরা সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। থিতু হতে পারেননি তিনে নামা দীনেশ চান্দিমালও।

স্মিতের বলে জেন গ্রিনের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন অভিজ্ঞ এই ব্যাটার। চারে নেমে দারুণ শুরু করেন আভিস্কা ফার্নান্দো। তাঁকে সঙ্গ দিয়েছেন শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করা ভানুকা রাজাপাকশে। তারা দুজনে মিলে ৭৪ রান যোগ করে ৭ উইকেটের জয় নিশ্চিত করেন।

হাফ সেঞ্চুরি না পেলেও ২৭ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাজাপাকশে। ইনিংসটি খেলতে চারটি চার ও দুটি ছক্কা মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে ২৮ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন আভিস্কা। নামিবিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন ট্রামপেলমান, স্কল ও স্মিত।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে অল আউট হয় নামিনিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন ক্রেইগ উইলিয়ামস। ২০ রান এসেছে অধিনায়ক এরাসমুসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা তিনটি, লাহিরু কুমারা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছে৷ দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া- ৯৬/১০ (ওভার ১৯.৩) (উইলিয়ামস ২৯, এরামুস ২০, থিকশানা ৩/২৫, কুমারা ২/৯)

শ্রীলঙ্কা- ১০০/৩ (ওভার ১৩.৩) (রাজাপাকশে ৪২*, আভিস্কা ৩০*, স্মিত ১/৭)