টি-টোয়েন্টি বিশ্বকাপ

চিন্তাও করিনি স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারতে পারি: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:59 সোমবার, 18 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। প্রায় ৯  বছর পর বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে স্কটিশদের বিপক্ষে আরও একবার হার দেখতে হলো টাইগারদের। যদিও নাজমুল হাসান পাপনের দাবি, তিনি কল্পনাও করেননি স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারতে পারে।

বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৪০ রানের পুঁজি পেয়েছিল কাইল কোয়েটজারের দল। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানের হার দেখতে হয় টাইগারদের। যা বিশ্বাসই করতে পারছেন না বিসিবি সভাপতি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘কখনো চিন্তাও করা হয়নি যে আমরা স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারতে পারি। আমরা শ্রীলঙ্কার সাথে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সাথে হেরেছি। কিন্তু তখনও আমাদের মনে হয়েছে সে আমাদের নিয়মিত চারজন খেলোয়াড় নেই। তামিম নেই, বিশ্বকাপে সে নেই। সাকিব নেই, রিয়াদ নেই ইনজুরির জন্য, মুস্তাফিজ নেই।’

তিনি আরও বলেন, ‘একটি দলের নিয়মিত তিন-চারটা খেলোয়াড় যদি না খেলে তা হলে এটা হতেই পারে। কিন্তু কাল তো সমস্যাটা ছিল না। কাল তো আমাদের পুরো দলই ছিল। সে জায়গাটায় আমরা এভাবে হেরে যাবো, এটা কোনো ভাবে কল্পনা মানে কখনো চিন্তায়ও আসেনি মাথায়। সত্যি কথা বলতে আমরা কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারতে পারি।’

ক্রিকেটে জয়-পরাজয় নিয়মিত ব্যাপার। সবসময়ই প্রতিটি দল জয় পাবে না। তবে ম্যাচ হারলেও সেখান থেকে নেয়ার মতো অনেক ইতিবাচক বিষয় থাকে। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জন্য তেমন কিছু ছিল না বলে মন্তব্য করেছেন পাপন। তাঁর দাবি, স্কটিশদের বিপক্ষে পুরাটাই বাংলাদেশের ক্ষতি। 

পাপন বলেন, ‘আসলে কালকের যে খেলাটা এটা নিয়ে মন্তব্য করাটা খুব কঠিন। আসলে ভালো কিছু বলার মতো কিছু নেই। মানে কোনো একটা দিনে ভালো থাকে, কিছু প্রাপ্তি থাকে। এখানে আসলে পুরোটাই আমাদের জন্য হতাশ। এখানে আসলে পুরো ব্যাপারটাই লস।’